শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যে তেল মাখলে টাক মাথায়ও গজাবে চুল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুল নিয়ে সমস্যায় ভোগেন না এমন মানুষ খোঁজে পাওয়া মুশকিল। চুল ঝরা কমানোর জন্য অনেকেই হেয়ার অয়েলের উপর ভরসা রাখেন। এমনকী নিয়মিত তেল মাখলে নাকি হেয়ার গ্রোথ হয় তরতরিয়ে, এমন বিশ্বাসও রয়েছে অনেকের। তাই তো কেউ ভরসা রাখেন ক্যাস্টর অয়েলে তো অনেকেই আবার চুলে লাগান রোজমেরি অয়েল।

কিন্তু প্রশ্ন হল, এসব তেল মাখলে কি আদৌ হেয়ার গ্রোথ হয়, নাকি সবটাই ভ্রান্ত ধারণা? এই প্রশ্নের উত্তর দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন একজন ত্বকরোগ বিশেষজ্ঞ। চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে ঠিক কী কী করণীয় চলুন জেনে নিই।

চুলের বৃদ্ধিতে হেয়ার অয়েল

অনেকেই হেয়ার গ্রোথের স্বপ্ন নিয়ে নিয়মিত চুলে তেল মালিশ করে থাকেন। এমনকী কখনও কখনও তেল মেখে ওভারনাইটও রেখে দেন। তবে এসব করে যে বিশেষ উপকার পাওয়া যায় না, তা তো বলাই বাহুল্য!

কিন্তু তেল মাখার সঙ্গে হেয়ার গ্রোথের কোনও সম্পর্ক নেই। তবে একথা ঠিক যে, নিয়মিত হেয়ার অয়েল মাসাজ করলে স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় থাকে এবং চুলের জেল্লাও হয় দেখার মতো।

আরো পড়ুন : চুলের যত্নে ডাবের পানি

চুলে তেল মাখা কি তাহলে উচিত নয়?

চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে তেল মালিশ করতেই হবে, এমন কোনও কথা নেই। আপনি চাইলে করতেই পারেন। আবার এড়িয়েও যেতে পারেন। বিশেষ করে আপনার স্ক্যাল্প যদি তৈলাক্ত প্রকৃতির হয়, তাহলে ভুলেও তেল মাখবেন না। তবে রুক্ষ স্ক্যাল্প এবং শুষ্ক চুলের হাল ফেরাতে ভরসা রাখতেই পারেন হেয়ার অয়েলের উপর। এক্ষেত্রে শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে তেল মেখে নিতে হবে। আর ভুলেও তেল মেখে সারা রাত রেখে দেওয়া চলবে না।

রোজমেরি অয়েল

চুল পড়া কমাতে এবং টাকে নতুন চুল গজানোর জন্যে অনেকেই নিয়মিত রোজমেরি অয়েল ব্যবহার করেন। এমনকী গবেষণাতেও রোজমেরি অয়েলের এই গুণের উল্লেখ পাওয়া গিয়েছে।

এক্ষেত্রে যদিও চিকিৎসকদেরর মত ভিন্ন। রোজমেরি অয়েল যে হেয়ার গ্রোথে সাহায্য করে, তার উল্লেখ পাওয়া গিয়েছে একটি মাত্র গবেষণায়। তাছাড়া অনেক হেয়ার গ্রোথ সিরামই এর চাইতে বেশি ভালো কাজ করে। তবে একান্তই যদি আপনি রোজমেরি অয়েল ব্যবহার করতে চান, তাহলে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ধীরে ধীরে মাসাজ করে কয়েক ঘণ্টা পরে শ্যাম্পু করে নিন।

ক্যাস্টর অয়েল ব্যবহার করা উচিত?

ক্যাস্টর অয়েল খুবই ঘন। তাই এটি কোনও কোনওক্ষেত্রে চুলের জন্যে ক্ষতিকারকও হয়ে উঠতে পারে। এক্ষেত্রে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে তা স্ক্যাল্পে লাগাতে পারেন আপনি। তাতেই উপকার পাবেন। কিন্তু ক্যাস্টর অয়েল চুলে লাগালে যে হেয়ার গ্রোথও হবে, এই কথা জোর দিয়ে বলা যায় না।

এস/ আই. কে. জে/ 

চুল টাক মাথা

খবরটি শেয়ার করুন