রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩২০ রানে অপরাজিত

ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লো বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার। 

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টটির দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে ঢাকা মেট্রো। বিকেএসপির দলনেতা তাফসির আরাফাত শিকার করেন সর্বোচ্চ ৪ উইকেট। এ ছাড়া তিনটি উইকেট পেয়েছেন ফারহান শাহরিয়ার।

জবাবে ব্যাট করতে নেমে রিফাতের ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৪৯ রানে গিয়ে থামে বিকেএসপির প্রথম ইনিংস। কীর্তি গড়ার দিনে ৬৫০ মিনিট ব্যাট করে ৩২০ রানে অপরাজিত থাকেন রিফাত। তার ইনিংসটি সাজানো ছিল ২৯ চার ও ৪ ছয়ের মারে। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংস শেষে ৪০৬ রানের পাহাড়সম লিড পায় বিকেএসপি।

আরও পড়ুন: মাহমুদউল্লাহর প্রশংসায় বিদেশি ক্রিকেটার

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রো কোনো উইকেট না হারিয়ে ৮১ রান করেছে। এখনো পিছিয়ে আছে ৩২৪ রানে। 

এসকে/ 

সেঞ্চুরি বাংলাদেশি ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন