ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসি থেকে তারা এখনো কোনো হালনাগাদ তথ্য পাননি। তার মতে, এটি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনার বিষয়।
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ই জানুয়ারি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠির জবাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ভারতের সংবাদমাধ্যমগুলোয় আজ সোমবার (১২ই জানুয়ারি) দাবি করা হয়, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয়, বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে। টি–টোয়েন্টিতে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার অনুরোধ আইসিসির কাছে জানিয়েছে বিসিবি।
কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসের কম সময় বাকি। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ম্যাচগুলো খেলার ভেন্যু অন্যত্র সরিয়ে নেওয়া লজিস্টিক কারণে সম্ভব না বলে মনে করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।
কিন্তু বিসিসিআই সচিব সাইকিয়া জানিয়েছেন, এ বিষয়ে আইসিসির কাছ থেকে তারা কোনো নির্দেশনা পাননি, কোনো তথ্যও তাদের জানা নেই। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে সাইকিয়া বলেন, ‘বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো ধরনের বার্তা পাইনি, আর এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনার বিষয় কারণ নিয়ন্ত্রক সংস্থা হলো আইসিসি। ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপাতত এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বর্তমান সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায়, শেষটি মুম্বাইয়ে।
খবরটি শেয়ার করুন