বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

থেকে যাওয়া ভাতেই ‘কেরাটিন ট্রিটমেন্ট’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই চুলের বেহাল অবস্থা ফেরাতে ছোটেন পার্লারে। কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে জেল্লা বাড়ান চুলের। কিন্তু এতে কম টাকা খরচ হয় না। কেমন হয় যদি ঘরেই এই কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে ফেলা যায়। তাও আবার থেকে যাওয়া ভাত দিয়ে। 

বিশ্বাস হচ্ছে না? আগের দিনের থেকে যাওয়া ভাত দিয়েই করতে পারবেন চুলের পরিচর্যা। কীভাবে? চলুন জেনে নিই-

কেরাটিন কোনো রাসায়নিক নয়। এটি স্বাভাবিকভাবে চুলে থাকা একটি প্রাকৃতিক প্রোটিন। চুলে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার ও দূষণের কারণে নষ্ট হয়ে যায় এই প্রোটিন। তখন বাইরে থেকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর দরকার পড়ে। 

পার্লারে ফরম্যালডিহাইড নামক একটি রাসায়নিকের সঙ্গে কন্ডিশনার ও কেরাটিন প্রোটিন মিশিয়ে চুলের পরিচর্যা করা হয়। রাসায়নিক ছাড়া বাড়িতেই এই কাজটি করা যায়। রান্নাঘরের কিছু উপকরণ দিয়েই পার্লারের মতো ‘হেয়ার ট্রিটমেন্ট’ হবে বাড়িতে। 

আরো পড়ুন : আপনি কি চান, আপনার প্রিয় মানুষটি সারাদিন আপনাকে মিস করুক?

কী কী লাগবে?

থেকে যাওয়া ভাত

নারকেলের দুধ

ডিমের সাদা অংশ

অলিভ তেল

কীভাবে হেয়ার মাস্ক বানাবেন? 

দুই থেকে তিন চা চামচ ভাত নিন। এর সঙ্গে মেশান ২ চা চামচের মতো নারকেলের দুধ। তাতে যোগ করুন ডিমের সাদা অংশ আর অলিভ অয়েল। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ডারে ঘন মিশ্রণ তৈরি করে নিতে পারেন। 

এবার এই মিশ্রণ চুলের আগা থেকে ডগা অবধি ভালো করে লাগিয়ে নিতে হবে। মাস্ক লাগানোর পরে ৪০-৪৫ মিনিট অপেক্ষা করুন। তারপর চুলে শ্যাম্পু করে নিন। অলিভ অয়েলের ভিটামিন ও ডিমের সাদা অংশের প্রোটিন রুক্ষ চুলের প্রাণ ফেরাবে। সপ্তাহে অন্তত দু’বার এই কাজটি করতে পারলেই ঝলমল করবে চুল।

এস/কেবি 

ভাত ‘কেরাটিন ট্রিটমেন্ট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250