সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মার্চের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জুলি বিশপ


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। এ সময় তিনি উল্লেখ করেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন।

রবিবার (২৩শে ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা এবং এটি সমাধানের নতুন উপায় অনুসন্ধান করেন। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যাম্পগুলোতে বসবাসরত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য নতুন দাতা সন্ধানের বিষয়েও আলাপ করেন তারা।

এসময় প্রফেসর ইউনূস বলেন, এ বছরের শেষের দিকে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। তিনি এই সম্মেলনে কেন্দ্রীয় ভূমিকা পালনের জন্য অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপের প্রতি আহ্বান জানান।

আই.কে.জে/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন