ছবি: সংগৃহীত
মাদকযোগ, নারীসঙ্গ...সবমিলিয়ে সঞ্জয় দত্ত আর পাঁচজন তথাকথিত বড় মাপের বলি-তারকাদের থেকে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। ক্যারিয়ারের শিখরে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র অথবা জেল থেকে কামব্যাক করে ফের বলি-নায়কদের প্রথম সারিতে অবস্থান, সঞ্জয় সবসময়ই আলোচিত ছিলেন।
বিশেষ করে, সঞ্জয়ের নারীসঙ্গ এবং বান্ধবীদের নানান রঙিন কিসসা ছিল সর্বজনবিদিত। তবে এবার যেন আরো একবার বিতর্কের আগুনে ঘি ঢাললেন অভিনেতা। এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোনকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন ‘সঞ্জু বাবা’!
সঞ্জয় জানান, তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তার চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি মুগ্ধ তিনি।
এক সাক্ষাৎকারে খলনায়ক ছবির প্রসঙ্গ উঠলে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, সে ছবির জনপ্রিয় ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান?
আরও পড়ুন: কেন বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান
একমুহূর্ত সময় খরচ না করে সাথে সাথে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। তারপরেই রণবীর সিংয়ের বর্তমান ঘরনিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। জানান, তার বয়স যদি আর একটু কম হতো তাহলে দীপিকাকেই বিয়ে করতেন!
নেটপাড়া অবশ্য মোটেই ভালোভাবে নেয়নি সঞ্জয়ের এই বক্তব্য। অনেকে নানান বিরুপ মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। এরপর ১৯৯৮ সালে বিমানসেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০০৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেই বছরই মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। বর্তমানে এই মডেলের সঙ্গেই সংসার করছেন অভিনেতা।
এসি/ আই.কে.জে/