সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে ‘হাই’ বলার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

মডেল-মেহজাবীন মোমো, ছবি: সুখবর

আপনার কাছে হয়তো আজকের দিবসটি খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিনই তো আমরা যে কারও সঙ্গে দেখা হলে হাই বলি, কুশল বিনিময় করি। তাহলে আজ কেন বিশেষভাবে সবাইকে হাই বলতে হবে! আজ দিনটিকে বিশেষ এক মানুষের জন্য উতসর্গ করা হয়েছে। যিনি তার সঙ্গে দেখা হওয়া সবাইকে হাসিমুখে হাই বলতেন।

জোসেফ অ্যান্টনি সিনোত্তির স্মরণে উদযাপিত হয় এই দিনটি। একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর ছিলেন জোসেফ। মাত্র ১৫ বছর বয়সে আজকের দিনেই মারা যান তিনি। জোসেফ সারাজীবনে তার সঙ্গে দেখা হওয়া সবাইকে অভিবাদন জানানোর অভ্যাস করে তুলেছিলেন। তার উচ্ছ্বসিত ব্যক্তিত্ব তাকে সবার কাছে পছন্দের মানুষ হিসেবে গড়ে তুলেছিল।

‘হাই ডে’ হলো একটি জনসচেতনতামূলক প্রচারাভিযান যার উদ্দেশ্য হল মানুষকে মনে করিয়ে দেওয়া যে একটি সাধারণ শব্দ কারও দিনকে উন্নত করতে পারে, তাদের মুখে হাসি আনতে পারে বা তাদের মেজাজ পরিবর্তন করতে পারে। একটি সাধারণ স্বাগত ইতিবাচক দিক তৈরি করতে পারে মানুষের মধ্যে।

আরো পড়ুন : এনার্জি ড্রিংক নিয়ে যা বলছে গবেষণা

হাই অর্থ ‘ওহে!’ একটি অভিবাদন বিস্ময়বোধক হিসেবে ব্যবহৃত একটি ইন্টারজেকশন। মনোযোগ আকর্ষণের জন্য এই শব্দটি ব্যবহার শুরু হয়েছিল ১৮৬২ সালে। এটি ২০ শতকের প্রথম দিকে একটি অভিবাদন শব্দ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। জোসেফ অ্যান্থনি সিনোটি, একজন ১৫ বছর বয়সী কিশোর। সে হাই ডে-এর পেছনে অনুপ্রেরণা। জোসেফ তার পুরো জীবন কাটিয়েছে অন্যদের সঙ্গে হাসিমুখে কথা বলে।

জোসেফ ২০১৮ সালে মারা যায়। তার স্মরণে ১১ই জুন, ২০২১ সাল থেকে হাই ফাউন্ডেশন কর্তৃক প্রথম ‘ছে হাই ডে’ পালিত হয়। ছোট্ট এই শব্দটি কারও দিন উন্নত করতে পারে, তাদের মুখে হাসি আনতে পারে বা তাদের মেজাজ পরিবর্তন করতে পারে। জাতীয় দিবস আর্কাইভ আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে গৃহীত, নথিভুক্ত এবং স্বীকৃতি দিয়েছে।

কমিউনিটি সেফটি অ্যান্ড ক্রাইম প্রিভেনশন কাউন্সিল অব ওয়াটারলু অঞ্চলের ছে হাই ডে টুডে প্রোগ্রামটি ২০০৪ সালে গেট কানেক্টেড ক্যাম্পেইনের অংশ হিসেবে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করা, বিশেষ করে তরুণদের মধ্যে।

সূত্র: ন্যাশনাল টুডে

এস/ওআ/ আই.কে.জে

দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন