ছবি : সংগৃহীত
রাস্তায় খাবার বিক্রি করছেন এক পিএইচডি শিক্ষার্থী। এমন দৃশ্যই উঠে এসেছে এক ভ্লগারের ক্যামেরায়, যা এরইমধ্যে ভাইরাল হয়েছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, মার্কিন ভ্লগার ক্রিস্টোফার লুইস সম্প্রতি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লুইস একটি দোকানের সামনে এসে একটি খাবার খেতে চান। অর্ডার পেয়ে সেই বিক্রেতা তার জন্য খাবার তৈরি করতে থাকেন। সেই সময় লুইস কথায় কথায় জানতে পারেন রায়ান নামের ওই বিক্রেতা বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি করছেন। রায়ান ভ্লগার লুইসকে তাঁর গবেষণাপত্র গুগলে পড়ার জন্য আমন্ত্রণও জানান।
আরো পড়ুন : মাটির নিচে গোপন শহর!
একথা শুনে অবাক হন লুইস। এমনটাও যে সম্ভব তা তার ভাবনার বাইরে ছিল। এ ঘটনা ক্যামেরায় ধারণ করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেন লুইস। ভাইরাল এই ভিডিও দেখে অনেকেই রায়ানকে প্রশংসায় ভাসাচ্ছেন। পাশাপাশি মার্কিন ভ্লগারকেও এমন ভিডিও প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনেকে। কমেন্ট সেকশনে পড়েছে নানা মন্তব্য।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘স্থানীয় ব্যবসাকে সাপোর্ট করুন। এরকম অনেক মণি-মুক্তো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে।’ আরেকজন লিখেছেন, ‘এই ইউটিউবার মেরিনা বিচে গিয়ে একটি দোকানে কর্ন খান। সেখানেও এক তরুণী নিজের মাকে সাহায্য় করছিলেন কলেজে পড়ার পাশাপাশি। তামিলনাড়ুতেও এমন অনেক উদাহরণ দেখতে পাবেন।’
সূত্র : এনডিটিভি
এস/কেবি
খবরটি শেয়ার করুন