সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধরা পড়লো ২ কেজি ওজনের ইলিশ, দাম সাড়ে ৬ হাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুই কেজি ওজনের এক রাজা ইলিশ। দাম হাঁকিয়েছে সাড়ে ৬ হাজার টাকা।

মঙ্গলবার (১২ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষখালী নদী থেকে এক জেলের জালে ধরা পড়েছে। সন্ধ্যার পর বেতাগী পৌর শহরের বাজারে মাছটি বিক্রি করতে আনলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় জমিয়েছেন।

বিক্রেতা আব্দুল খালেক লাভলু মাছটির দাম হাঁকিয়েছেন সাড়ে ছয় হাজার টাকা।

আরো পড়ুন: ৩৫০ সিসির মোটরসাইকেল উদ্ধার, দাম ৭ লাখ!

তিনি বলেন, ‘এখন নদীতে তেমন একটা রাজা ইলিশের দেখা মেলে না। আগে এমন রাজা ইলিশ দু’একটা পাওয়া গেলেও বর্তমানে রাজা ইলিশের দেখা একেবারেই কম।’

তিনি আরো বলেন, রাজা ইলিশ পাওয়া গেলে জেলেরা ক্ষতি পুষিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।

এসি/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন