সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিকসে যোগ দিচ্ছে সৌদি আরবসহ নতুন পাঁচ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিকস জোটে যোগ দিচ্ছে আরো পাঁচ দেশ। গত বছর আমন্ত্রণ জানানোর পর এবার তারা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার (৩১শে জানুয়ারি) সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডর জানান, ৫টি দেশ জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দেশগুলো হলো মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আবর আমিরাত। গত বছর তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরো পড়ুন: বাংলাদেশি দক্ষ কর্মী চায় মেসিডোনিয়া

গত বছরের আগস্টে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ে আর্জেন্টিনাসহ ছয় দেশকে জোটে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা।দেশগুলোর জোটে যোগ দেওয়ার মাধ্যমে এর সদস্য দেশের সংখ্যা ১০-এ গিয়ে দাঁড়াবে। এর আগে জোটের সদস্য ছিল কেবল ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

এর আগে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে আর্জেন্টিনা যোগ দেবে না বলে জানান দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো। গেল বছরের আগস্টেই নতুন এই ব্লকের সদস্য দেশ হিসেবে যোগদানের আমন্ত্রণ পায় আর্জেন্টিনা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে জাভিয়ের মিলের অধীনে আর্জেন্টিনা কখনোই চীনা নেতৃত্বাধীন উদীয়মান ব্লক ব্রিকসে যোগদান করবে না।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/ 

ব্রিকস নতুন সদস্য নালেদি পান্ড দক্ষিণ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী

খবরটি শেয়ার করুন