পটুয়াখালী জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ ছিল।
সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান (২৭) এবং টাউন জৈনকাঠীর বাসিন্দা মো. আলী আজিম (৩০)।
পুলিশ জানায়, রোববার (৮ই ডিসেম্বর) দুপুর ২:৩০ টায় পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম (৪৩) ও মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করে দুই দুর্বৃত্ত। অপহরণকারীরা পরে তাদের আত্মীয়-স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতদের পরিবার বিষয়টি পুলিশকে জানালে পটুয়াখালী ডিবি পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, পুলিশ প্রযুক্তির সহায়তায় শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে অপহরণকারীদের আটক করে এবং অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে ২টি মোটরসাইকেল ও একটি অটো রিকশা জব্দ করা হয়েছে, যেগুলো অপহরণের কাজে ব্যবহৃত হয়েছিল।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের পর মুক্তিপণ দাবি ও তাদের আত্মীয়দের হত্যার পরিকল্পনার কথাও স্বীকার করেছে। এই ঘটনায় তাদের আত্মীয় কাজী মো. সুমন পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন, যার মামলা নং ১৬।
অপরদিকে, পুলিশ সুপার আরও জানান যে, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনার পর এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তবে পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে অপহরণকারীরা আইনের হাতে সোপর্দ হয়েছে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন