ছবি: সংগৃহীত
সম্প্রতি রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা স্বীকার করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গত শনিবার (১০ই জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মূলত গত ৪ঠা জানুয়ারি তাহসান-রোজার বিবাহবার্ষিকীর দিনেও দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন দানা বাধতে থাকে। শনিবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেই গুঞ্জনেরই অবসান ঘটালেন এ অভিনেতা।
এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন বলেও জানান এই তারকা। প্রণয় থেকে পরিণয়, এরপর বিচ্ছেদ- এক নজরে তাহসান-রোজা দম্পতির উল্লেখযোগ্য কিছু ঘটনা জেনে নেওয়া যাক।
চার মাসের পরিচয় থেকে পারিবারিকভাবে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানিয়ে পারিবারিকভাবে গাঁটছাড়া বাধার সিদ্ধান্ত নেন। বিয়ের দিনই গণমাধ্যমকে তাহসান বলেছিলেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
বিয়ের পর মালদ্বীপে হানিমুনে গিয়ে এই দম্পতির কয়েকটি ছবি ও একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রোজা লিখেছিলেন, ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’
এরপর গত মে মাসেও যুক্তরাষ্ট্রে দুজনের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে দুজনে হাঁটছেন, এমন একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রোজা আহমেদ। এছাড়া দুজনের বিভিন্ন সময়ে পোস্ট করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের আলাদা করে নজর কাড়ত। ভক্তরাও তাদেরকে শুভকামনা জানাত।
এর মধ্যেই গত কিছুদিন ধরে তাহসান-রোজার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সেসব গুঞ্জনের স্থায়িত্ব বেশিদিন হওয়ার আগেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন তাহসান। তবে কেন বা কি কারণে এমন সিদ্ধান্ত সেসব নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি রোজাও। এমনকি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফেসবুক পেজের কভার ফটো থেকে ইনস্টাগ্রামে দুজনের বিয়ে ও বিভিন্ন মুহূর্তের ছবি এখনো রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন