রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ধোঁয়াশা কাটিয়ে সুখবর দিলেন তাহসান-ফারিণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিনোদন জগতের অনবদ্য শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণ। নতুন হলেও ফারিণ কম জনপ্রিয়তা অর্জন করেননি। এদিকে তাহসান গান এবং অভিনয় জগতে উজ্জ্বল সব দৃষ্টান্ত তৈরি করেছেন। দুজনের জুটি সবার ভীষণ প্রিয়। কিন্তু তাদেরকে নিয়ে গুঞ্জনও ছিল প্রেমের। সম্প্রতি একটি লাইভ তাদের সম্পর্ককে ধোঁয়াশায় ফেলে দেয়।

নতুন করে তাদের নিয়ে আলোচনা শুরু হয় তাহসানের ফেসবুক পেজের একটি লাইভকে কেন্দ্র করে। গত ২৮শে ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়।

কয়েক ঘণ্টার মধ্যে সেটি মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী ফারিণকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। অন্যদিকে, ফারিণও লাইভ ভিডিও আপলোড এর একঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‌“এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।”

আরো পড়ুন : নায়িকা ভাবনাকে কাজের মেয়ে বলে কটাক্ষ!

পরে অবশ্য তারা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে জানান নতুন কিছু আসছে। তখন অনেকেই ধারণা করেছিলেন তাহসানের গাওয়া গানে মডেল হচ্ছেন অভেনত্রী ফারিণ। তবে, বিষয়টি তা নয়। সেটি ছিল একটি বিজ্ঞাপনের শুটিং। এবার সত্যি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ফারিণের।

সবার পছন্দের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”র জন্য “রঙে রঙে রঙিন হব” শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফারিণ। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার এতে গাইতে পেরে খুব ভালো লাগছে। গানটির কথা-সুর খুব ভালো হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে গাওয়া এ গানটি সবার ভালো লাগবে বলেই আশা করছি।’

এ বিষয়ে তাহসান জানান, ‘হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন করে বললেন, ইত্যাদির জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের প্রস্তাব দিলাম। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়। এবার দর্শকের উপভোগ করার অপেক্ষায়।’

এস/ আই. কে. জে/

 

তাসনিয়া ফারিণ তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250