বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

স্ত্রীকে পাশ করাতে পরীক্ষায় স্বামী! ধরা পড়তেই বৌ হয়ে গেলো বোন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

কিছুদিন আগে ভারতের পাঞ্জাবে ছদ্মবেশে প্রেমিকার হয়ে পরীক্ষায় বসে গ্রেফতার হয়েছিলেন এক প্রেমিক। সেই ঘটনার রেশ না কাটতেই প্রায় একই কাণ্ড ঘটলো মালদহের চাঁচোল কলেজে। এবার নকল প্রবেশপত্র নিয়ে স্ত্রীর পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন স্বামী।

জানা যায়, গত শুক্রবার (১৯শে জানুয়ারি) গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টারের বাংলা পরীক্ষা ছিল। এর একটি পরীক্ষাকেন্দ্র ছিল চাঁচোল কলেজে। সেখানেই নকল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে বসেছিলেন অভিযুক্ত যুবক সিদ্ধার্থ শংকর দাশ।  

এক শিক্ষক জানান, পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হচ্ছিল। এ সময় ওই যুবকের প্রবেশপত্র দেখে সন্দেহ হয় পরীক্ষকের। কারণ, সেখানে নাম লেখা ছিল পুষ্পা চৌধুরী দাশ। অথচ ছবি পুরুষের।

আরো পড়ুন: সামাজিকমাধ্যমে কেন নজরুলগীতি শেয়ার করলেন মোদী? 

প্রশ্ন করলে যুবক দাবি করেন, তিনিই আসল পরীক্ষার্থী। পরে তার প্রবেশপত্রের একটি অনুলিপি ই-মেইলে পাঠানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তারা পরীক্ষা করে জানান, প্রবেশপত্রটি জাল। সেখানে পরীক্ষার্থীর ছবি বদল করা হয়েছে। শেষপর্যন্ত জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করে নেন যুবক। প্রথমে অবশ্য তিনি পুষ্পাকে নিজের বোন বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, পুষ্পা তার বোন নন, সম্পর্কে স্ত্রী হন।

মূলত, পুষ্পা নিজেই প্রথম দুটি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তার জায়গায় পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন স্বামী সিদ্ধার্থ।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এইচআ/ওআ

ভারত গ্রেফতার মালদহ পরীক্ষা জালিয়াতি ছদ্মবেশ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন