ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণা জমে উঠেছে। যদিও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনো জমা পড়েনি শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কী না, এ নিয়ে ঢালিউডে গুঞ্জন উঠেছে। বাংলাদেশ-ভারত- দুই দেশেই সিনেমাটির শুটিংয়য়ের পর ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষমুহূর্তে এ সিনেমার মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
এদিকে সব গুঞ্জন উড়িয়ে দিলে ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘ঈদেই মুক্তি পাবে বরবাদ। আমাদের শুটিং শেষ, সব কাজ শেষ। দুইদিনের মধ্যেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে বরবাদ। আশা করছি, এ ঈদেই আসবে সিনেমাটি। কে কী বললো, সেটা মাথায় নিচ্ছি না।’
হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিবের ২০২১ সালে শেষ হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমাটিও। এতদিন পর ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তি দেওয়ার কারণ সেভাবে উল্লেখ না করলেও সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন গণমাধ্যমকে বলেন, ‘নানা কারণেই ছবিটি আটকে ছিল। সেসব বিষয় আর না বলি। আপাতত ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দিয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরই মুক্তির তারিখ সবাইকে জানাব।’
যদি পরিচালকের আশা পূরণ হয়, তবে ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’ ছবি দুটির নায়ক হিসেবে এ ঈদে শাকিবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি নিজেই। সিনেমা হল সংকটের এ সময়ে দু’টি সিনেমার কোনটি সাফল্য পায়, সেটাই এখন দেখার অপেক্ষা।
আরএইচ/এইচ.এস
খবরটি শেয়ার করুন