মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

শুধু শীতেই একটা প্রেমিক চাই : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়সকে পাত্তা না দেয়া ইন্ড্রাস্ট্রির গ্ল্যামার গার্ল স্বস্তিকা। স্বস্তিকা মানেই ভাইরাল কিছু। ইন্ড্রাস্ট্রিতে ঠোঁটকাটা বলে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে নিয়ে চর্চাও চলতে থাকে প্রতি মুহূর্তে। 

ঢেকে রাখা নয়, বরং নিজেকে সব সময় মেলে ধরাই স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাজ। ব্যক্তিগত জীবন নিয়েও কোনও লুকোছাপা করেন না তিনি। প্রেম করেন বুক ঠুঁকে। 

এবারের শীতেও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখপাধ্যায় তার মনের চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন।

ভারতীয় একটি গণমাধ্যমে স্বস্তিকা তার ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, ‘আমার প্রতিবার বছরের শুরুতে মনে হয়, সারা বছরের জন্য দরকার নেই, কিন্তু এই শীতের সময়টাতে যেন একটা প্রেমিক থাকে।’

স্বস্তিকা আরও বলেন, ‘এটা এই এখন মনে হয়েছে তা নয় কিন্তু। আই হ‌্যাভ অলওয়েজ ফেল্ট দিস (আমি এটি সব সময়ই অনুভব করি)। ধরো গত দশ বছর ধরে এটা মনে হয়েছে। সারাবছর থাকার দরকার নেই। পূজাটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে- সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক। তারপর না থাকলেও চলবে। প্রতিবারই খুব গরমে প্রেমটা হয়। যখন দরকার তখন থাকে না। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এটাই জীবনের সত্যি।’

আরও পড়ুন: বাবার বয়সী নায়কের সঙ্গে উদ্দাম নাচ উর্বশীর!

এ সাক্ষাৎকারে স্বস্তিকা জীবনে অভিনেত্রী ছাড়া অন‌্য কিছু হতে চেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ‘অভিনেত্রী না হলে গৃহিণী হতাম। হ্যাঁ, সত্যি! আমি তাই-ই হতে চেয়েছি। আমাদের বাড়িতে, বোন ছিল উপদেশদাতা। সবসময় বলত, চাকরি করব, বাবা-মাকে দেখব। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করত, বড় হয়ে কী হবি, আমি বলতাম, মায়ের মতো হবো। অনেক সন্তান হবে, আর সংসার করব। ওটা হলে আর অভিনয় করা হতো না। কিন্তু অভিনয় না করলে গৃহিণী, কোনো সন্দেহ নেই।’

এসি/ আই.কে.জে/ 

স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন