ছবি: সংগৃহীত
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। গতকাল বৃহস্পতিবার (৩রা জুলাই) দেশটির তেল খাতের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান-ইসরায়েল সংঘাতের পর ইরানের ওপর নতুন এ নিষেধাজ্ঞা দিল আমেরিকা। খবর আল জাজিরার।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সালিম আহমেদ সাঈদ নামের এক ইরাকি ব্যবসায়ীও। শুধু তিনি নন, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার সঙ্গে সম্পৃক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের ওপরও। আমেরিকার অভিযোগ—ইরাকি তেলের সঙ্গে ইরানি তেল মিশিয়ে বিক্রি করছে সাঈদের প্রতিষ্ঠান।
নিষেধাজ্ঞার বিষয়ে এক বিবৃতিতে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের আচরণ দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শান্তি বেছে নেওয়ার বহু সুযোগ থাকার পরও দেশটির নেতারা চরমপন্থা বেছে নিয়েছেন। ট্রেজারি বিভাগ তেহরানের রাজস্বের উৎসগুলো লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে যাবে এবং অর্থনৈতিক চাপ আরও বাড়াবে, যাতে এ শাসনের অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন ব্যাহত হয়।’
উল্লেখ্য, গত ২৪শে জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, হয়তো চীন ইরানি তেল কিনতে পারবে।
তবে ট্রাম্প প্রতিশ্রুতি রাখলেন না। গত সপ্তাহে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। তাই দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিলের সব প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে।
খবরটি শেয়ার করুন