দেশের জনপ্রিয় টেলিভিশন টকশো ‘তৃতীয় মাত্রা’তে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
অনুষ্ঠানের সঞ্চালক জিল্লুর রহমান জানতে চান, ‘আওয়ামী লীগ কি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তাদের অংশগ্রহণে কার লাভ, কার ক্ষতি? আবার, নির্বাচন না করলে বাকি স্টেকহোল্ডারদের অবস্থান কী হবে?’
গতকাল শনিবার (৯ই আগস্ট) ‘তৃতীয় মাত্রা’র নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটি আজ রোববার (১০ই আগস্ট) দুপুর সোয়া ২টায় এই প্রতিবেদন লেখা পযর্ন্ত দেখেছেন ২২ হাজার ৪১৪ দর্শক।
‘শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই কেয়ামত!’
প্রশ্নের উত্তরে গোলাম মাওলা রনি বলেন, গত বছরের ৮ই আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্যারিস থেকে এসে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। তিনি বলেন, ‘'যেভাবে ড. ইউনূস মেটিকুলাসলি, প্রি-প্লানড, ওয়েল ডিজাইনড পদ্ধতিতে এসেছেন, ঠিক সেভাবেই শেখ হাসিনার হঠাৎ করে ‘ঠুস করে’ ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।’'
তিনি বলেন, ‘যদি শেখ হাসিনা হঠাৎ ঢুকে পড়েন, তাহলে রাজনীতিতে একটা ভূমিকম্প হয়ে যাবে। অনেকের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাবে, অনেকে হার্ট অ্যাটাকে পড়ে যাবে, হাসপাতালগুলো ভরে যাবে। চারদিকে হাউ-মাউ করে কান্নার রোল পড়ে যাবে—‘এ কী হলো! কেয়ামত কি খুব দূরে?’ কেউ বলবেন উনি হেলিকপ্টারে আসবেন, কেউ বলবেন মোদির গাড়িতে, কেউ বলবেন স্বপ্নে এসেছেন।’
‘আওয়ামী লীগ এলে বিএনপি টিকবে না’
গোলাম মাওলা রনি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ‘মেটিকুলাস ও প্রি-প্ল্যানড’ভাবে সংঘটিত হতে পারে। কোনো মহল থেকে তার প্রত্যাবর্তন ‘ইনফ্লুয়েন্স’ হলে তা রাজনৈতিক কেয়ামতের শামিল হবে। তিনি দাবি করেন, ‘শেখ হাসিনা ফিরে এলে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। জামায়াত থাকবে, এনসিপি এমনকি ড. ইউনূস নিজেও রাজনৈতিকভাবে লাভবান হবেন।’
রনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে ৩০০-৫০০ হত্যামামলা হয়েছে। এগুলো সবই তো বিএনপি দিয়েছে। আবার আওয়ামী লীগের লোকদের কাছে চাঁদাবাজি, দখল—সবই বিএনপির লোকজন করেছে বা করিয়েছে।’
অনুষ্ঠানে গোলাম মাওলা রনির বক্তব্যে পরিস্কার যে, তিনি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে খুব একটা ফিকে মনে করছেন না। বরং তিনি মনে করেন, এমন প্রত্যাবর্তন হলে রাজনীতিতে ভয়াবহ রকমের অস্থিরতা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর ওপর।
তবে তিনি এটাও স্পষ্ট করে বলেননি, শেখ হাসিনা সত্যিই ফিরছেন ক ীনা বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে কী না—এইসব এখনও সম্ভাবনার স্তরেই আছে।
খবরটি শেয়ার করুন