শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক ডজনেরও বেশি বিষয় নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (৩০শে এপ্রিল) সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সোমবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে।  

আরো পড়ুন: এবারের উপজেলা নির্বাচন হবে উৎসবমুখর: ইসি আলমগীর

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নির্দেশের পরও প্রভাবশালী কোনো কোনো নেতার স্বজনরা এখনও উপজেলা নির্বাচনের মাঠে। যা নিয়ে হতাশ তৃণমূলের নেতারা। দলীয় নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় নেতারা বিব্রত হয়েছেন। তাই সমসাময়িক রাজনীতির পাশাপাশি এমপি-মন্ত্রীর স্বজনরা কেন প্রার্থিতা প্রত্যাহার করেননি সে বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের। যারা নির্বাচনে আছেন তাদের তালিকা তুলে দেওয়া হবে দলীয় সভাপতির হাতে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, যারা নির্দেশনা মানবে না, এটি দুঃখজনক। মিটিংয়ে নেত্রী যে নির্দেশনা দেবেন আমরা সেটিই বাস্তবায়ন করবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ গণমাধ্যমকে বলেন, এজেন্ডায় না থাকলেও কেন্দ্রীয় কমিটির আলোচনায় বিষয়টি তোলা হবে। তৃণমূলে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হলে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে অনিবার্য বলছেন এই নেতা। 

তিনি আরও বলেন, দলীয়ভাবে সমর্থিত প্রার্থীদের (মার্কা ছাড়া) বিপক্ষে যদি আমাদের এমপি-মন্ত্রীদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তৃণমূলে আমাদের নেতৃত্বের মধ্যে একটা বিশৃঙ্খলা হবে। ওয়ার্কিং কমিটিটির মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে। 

এইচআ/ আই.কে.জে/  

বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন