শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

৪১ টাকায় বিলাসবহুল হোটেলে ১৫ দিন!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

ঝাঁসি রানি স্যামুয়েল নামে এক তরুণী সম্প্রতি দিল্লির এক অভিজাত হোটেলে উঠেন। ১৫ দিন থাকেন সেখানে। নেন স্পা সেবা। ১৫ দিনে বিল আসে ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকা। বিপত্তি বাধে বিল পরিশোধের সময়। বিল দেয়ার সময় একাধিকবার ব্যাংক কার্ড বাতিল হয়।

তাতেই সন্দেহ হয়। তারা খোঁজ নিয়ে জানতে পারে ওই একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। শুধু তাই নয়, এতে আছে মাত্র ৪১ টাকা! ততক্ষণে পালানোর চেষ্টা করেছিলেন ওই তরুণী। পরে তা আর পারেননি। দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

আরো পড়ুন: স্কুলে প্রেম করার কৌশল শেখাবেন ভারতীয় শিক্ষকরা!

ইশা দাভে নামে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে হোটেলে উঠেন। সেখানে স্পা পরিষেবা নেন। যার বিল হয় ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকা। ১৫ দিন হোটেলে কাটানোর পর মোট ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকার বিল হয় তরুণীর। মোটা অঙ্কের ওই বিল মেটাতে গিয়েই ধরা পড়েন তিনি। তার ব্যাংক একাউন্টে রয়েছে মাত্র ৪১ টাকা।

হোটেল কর্তৃপক্ষের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণী দাবি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে হোটেল উঠেন। এমনকি তার স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত বলে জানান। তবে সত্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ওআ

 

বিলাসবহুল হোটেল তরুণী গ্রেপ্তার হোটেল বিল প্রতারনা দিল্লি পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250