প্রতীকী ছবি (সংগৃহীত)
শীত পড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সবার ঘরেই এসি বন্ধ রয়েছে। তবে আপনি জানেন কি, শীতে রুম গরম রাখতে এসিকে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারেন। জেনে নিন পদ্ধতি-
বেশ কয়েকটি এয়ার কন্ডিশানার রয়েছে যা ঘর শীতল করার পাশাপাশি ঘর গরমও করতে পারে। তবে এগুলোকে সঠিকভাবে চালাতে জানতে হবে।
এই প্রযুক্তি বিপরীত চক্রের উপর ভিত্তি করে। যখন আমরা এয়ার কন্ডিশনারকে কুলিং মোডে সেট করি, তখন এটি ঘরের তাপ শোষণ করে এবং ভেতরে ঠান্ডা বাতাস ছেড়ে দেয়।
আরো পড়ুন : হোয়াটসঅ্যাপের নতুন ফিচার : নকল ছবি বুঝবেন সহজেই!
যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং তারপরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়।
রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এরপর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা ব্যয়বহুল।
সূত্র: নিউজ১৮
এস/কেবি