শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বর্ষের শিক্ষার্থীদের বৃত্তির সুখবর দিলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। 

তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শীঘ্রই সেটি কার্যকর করা হবে। বৃত্তি দেওয়া হলে তারা বিপথগামী হবে না। তারা যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাহলে তার মেধাবিকাশের পথ আরও সুগম হবে। সিদ্ধান্ত কার্যকর করতে সবার সাথে আলাপ আলোচনা চলছে।

শনিবার (২৪শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘ইডাফস’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, সবার মাঝে সেতুবন্ধন তৈরিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাই আরও বেশি সক্রিয় হবে এমনটাই প্রত্যাশা। বর্তমান শিক্ষার্থী যারা, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবগুলো অ্যালামনাই সংগঠনগুলোর সাথে সমন্বয় করে কীভাবে আরও কাজ করা যায়, সে ব্যপারে প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৩৬ জন

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণাসহ সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে রোডম্যাপ তৈরির মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘ইডাফস’-এর সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীরসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি উপাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন