বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের *** উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান *** পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** শহিদুল আলমকে ‘অপহরণ’ করেছে দখলদার ইসরায়েল *** ‘ফ্রি শহিদুল আলম’, মির্জা ফখরুলের পোস্ট *** বেবি পাউডারে ক্যানসারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা *** ফিলিস্তিনি শরণার্থীর বিজ্ঞানে নোবেল জয়, রসায়নে দ্বিতীয় মুসলিম *** এলডিসি ইস্যুতে দাসত্ব নয়, স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার *** আমেরিকায় বিরল খনিজ পাঠাল পাকিস্তান *** বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের ব্যস্ততা

বিএফডিসিতে মাসব্যাপী ইফতার আয়োজন করলেন ডিপজল-মিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

 শুরু হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের প্রচারণা। সেখানে যোগ দিচ্ছেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই প্রার্থী খল অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্রথম রমজানে সবার উপস্থিতিতে শিল্পী সমিতির সামনে ইফতার করেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর।

আজ বুধবার ডিপজল এ আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে ইফতার করবেন বলে জানা গেছে। এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমা সংশ্লিষ্ট সকলেই ইফতার করার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এই রমজানে বাসায় হরেক রকমের খাবার খাবো। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে তা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালো ভাবে ইফতার করতে পারে আমি মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সকল শ্রেণির মানুষ ইফতার করতে পারবে।

আরো পড়ুন: ক্যারিয়ারের শুরুতে যে পুরুষে মজেছিলেন ঐশ্বরিয়া

মিশা সওদাগর বলেন, রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনেরা এই চড়া দামে কিছু কিনে ভালো ভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এই উদ্যোগটি নিয়েছি। সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারে। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে তা দিয়ে খুব ভালো ভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর (সভাপতি পদপ্রার্থী) ও মনোয়ার হোসেন ডিপজল (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) থাকবেন এক প্যানেলে।

এসি/

বিএফডিসি ডিপজল-মিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250