ছবি: সংগৃহীত
ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ঈদ ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে অনেক দিন ধরে। তবে বেশি প্রচার করে নাটক। এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম এবং সেই সঙ্গে সাতদিনের ধারাবাহিক প্রচার করে কোনো কোনো টিভি চ্যানেল। ঈদের নাটকের শুটিং চলছে এখন পুরোদমে। তারকা অভিনয়শিল্পীদের ব্যস্ততাও চোখে পড়ার মতো।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের এবারের ঈদে অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। ‘বাজি’ নামের একটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।
তৌসিফ মাহবুবের ঈদের সময় অনেক নাটক প্রচার হয়। এবার ঈদেও তার ব্যতিক্রম হবে না। এ ঈদে যে কয়েকজন তারকা অভিনয়শিল্পী ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যে তিনিও আছেন। জোভানকে এবারের ঈদে মেহজাবীনের বিপরীতে একটি নাটকে দেখা যাবে। নাটকটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। এছাড়া, ‘বান্টির বিয়ে’ ও ‘তুমি যাকে ভালোবাসো’ নাটক দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।
ইয়াশ রোহান অভিনীত এ ঈদে বেশ কয়েকটি নাটক প্রচার হবে। একটি নাটকের নাম ‘অবুঝ প্রেম’। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। বিপরীতে আছেন নাজনীন নীহা। কেয়া পায়েলের সঙ্গেও দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। আরশ খান অভিনীত কয়েকটি নাটক প্রচার হবে আসছে ঈদে। তিনিও ব্যস্ত সময় পার করছেন।
নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে তটিনী, কেয়া পায়েল অনেক ব্যস্ত সময় পার করছেন। দুজনেরই হাফ ডজনেরও বেশি নাটক প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনেই প্রতিদিন ঈদের নাটকের শুটিং করছেন। ডা. এজাজুল ও ফারুক আহমেদের এ ঈদে অনেক নাটক প্রচার হবে। চঞ্চল চৌধুরীর অভিনীত ঈদ ধারাবাহিক 'মিশন মুন্সিগঞ্জ' প্রচার হবে এবারের ঈদে। নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। বিপরীতে রয়েছেন ভাবনা।
মোশাররফ করিম অভিনীত রেকর্ড সংখ্যক নাটক প্রত্যেক ঈদে প্রচার হয়ে আসছে। এবারের ঈদের জন্য শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। তারকা অভিনয়শিল্পীদের মধ্যে অপূর্বর অনেক নাটক প্রচার হয় প্রত্যেক ঈদে। আসছে ঈদে তার অভিনীত ওয়েব ফিল্ম 'হাউ সুইট' প্রচার হবে।
এফএস নাঈম ঈদের নাটকের শুটিং এবং উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নীলয় আলমগীর অভিনীত নাটক প্রত্যেক ঈদে প্রচার হয়ে আসছে। এবারের ঈদেও তার ব্যত্যয় হবে না। তানজিন তিশা, নাদিয়া আহমেদ, সাবিলা নূর, মৌসুমী হামিদ, খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদ প্রমুখ তারকা অভিনয়শিল্পীদের অভিনীত একাধিক নাটক আসছে ঈদে প্রচার হবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন