বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮ *** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’

যে ঘটনার পর আর বিয়েই করেননি রেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের চিরসুন্দরী বলা হয় অভিনেত্রী রেখাকে। প্রায় ১৮০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। সিনেমায় যেমন আলোচনায় ছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনের জন্য তিনি বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। খবর এনডিটিভির।

১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে পরিচিতি এবং অল্প সময়ের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দীর্ঘ তারকাজীবনের পর এ যেন ছিল স্থায়ীভাবে ঘর বাঁধার মুহূর্ত। কিন্তু বাস্তবে তা হয়নি।

বহু বছর পর সিমি গারেওয়ালের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন রেখা। তিনি বলেন, ‘এটা প্রেম ছিল না। মুকেশকে আমার অপরিচিতই মনে হয়েছিল।’

লন্ডনে মধুচন্দ্রিমায় গিয়েই তিনি নাকি বুঝতে পারেন তাদের জীবন ও স্বভাবের মধ্যে আকাশ-পাতাল ফারাক। তাই কয়েক মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছান তারা। যদিও রেখা দাবি করেন, ‘ডিভোর্সের কথা আমার পক্ষ থেকে আসেনি, মুকেশই প্রথমে বিচ্ছেদের কথা বলেছিলেন।’

বিয়ের কয়েক মাস পর  ১৯৯০ সালের ২রা অক্টোবর আত্মহত্যা করেন মুকেশ। সে সময় অভিনেত্রী ছিলেন লন্ডনে। সে সময় থেকেই রেখার জীবন ঝড়ের মুখে পড়ে। গণমাধ্যম ও সমাজের একাংশ তাকে দোষারোপ করতে শুরু করে। কেউ কেউ তাকে ‘ডাইনি’ বলেও আখ্যা দেন।

শেষ পর্যন্ত রেখা এক সাক্ষাৎকারে অংশ নেন, যার শিরোনাম ছিল ‘আমি মুকেশকে হত্যা করিনি’। এতে তিনি সত্যিটা পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। তবু সমালোচনা থামেনি। যেমন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে ঘিরে হয়েছিল তীব্র বিচার, সেরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন রেখা।

২০০৪ সালে সিমি গারেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে রেখা বলেন, সেটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো সময়। তার ভাষায়, ‘এটা যতই ভয়ঙ্কর শোনাক না কেন, আমার কাছে ওটাই জীবনের সেরা শিক্ষা ছিল। আমি নিমিষে বুঝে গিয়েছিলাম মানুষ আসলে কী।’

মুকেশের মৃত্যুর পর নানা ঘটনার মধ্য দিয়ে গেছেন রেখা। তিনি বলেছিলেন, ‘প্রথমে ছিল প্রবল ধাক্কা, তারপর অস্বীকার। এরপর এলো প্রচণ্ড রাগ। বারবার বোঝার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আর শেষে, অবশ্যই মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না।’ সেই ঘটনার পর থেকে রেখা আর কখনো বিয়ে করেননি।

জে.এস/

রেখা বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250