সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পানি সবকিছু ভেজালেও নিজে ভেজে না, কিন্তু কেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পানির অপর নাম জীবন। পানি শুধু আমাদের বেঁচে থাকার জন্যই প্রয়োজনীয় নয়, কোনও কিছু ভেজাতেও এর ব্যবহার করা হয়। যেমন ধরুন গোসল করতে, কাপড় ধোয়া বা কোনও কিছু পরিষ্কার করার জন্যও পানির ব্যবহার করা হয়। অর্থাৎ পানি যেখানে পড়ে সেই জায়গা ভিজে যায়। পানি কিন্তু নিজে আর্দ্র নয়, এরপরও কীভাবে ভিজিয়ে দেয় আমাদের? ভেবে দেখেছেন কখনও?

সাধারণত আমরা জানি, পানি যে স্থানে পড়ে সেই জায়গাটি আর্দ্রতায় ভরে যায়। আসলে পানি অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। অক্সিজেন যেহেতু আর্দ্র সে কারণে পানিতেও আর্দ্রতা তৈরি করে। অক্সিজেনেরই তরল রূপ হল পানি। সে কারণে পানি নিজে কখনও ভেজে না।

আরো পড়ুন : যে দ্বীপ থেকে মহাকাশ সবচেয়ে কাছে!

বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন, পানি নিজেই ভেজা নয়, তবে অন্যদের ভেজা হওয়ার অভিজ্ঞতা দিতে পারে। পানি যখন তরল আকারে থাকে, তখন এর অণুগুলি অল্প দূরত্বে থাকে। তবে তাপমাত্রার সংস্পর্শে এলে এর প্রতিফলন ঘটে। 

কিন্তু এটা কি জানেন, পানি সব কিছুকে ভেজাতে পারে না? উদাহরণস্বরূপ, প্লাস্টিককে পানি দিয়ে ভেজানো যায় না। সামগ্রিকভাবে, আর্দ্রতা আসলে পানির একটি গুণ নয়, এটি কেবল একটি অনুভূতি। যখন পানির সঙ্গে আমাদের স্পর্শ হয় তখন আমরা সেটি অনুভব করতে পারি।

এস/ আই. কে. জে/ 



পানি অক্সিজেন

খবরটি শেয়ার করুন