সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে যে যোগাসন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের স্বাভাবিক চিন্তাভাবনায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। চেহারার নমনীয় ভাব থাকে না। তারুণ্যের সেই কোমল ভাবটাও হারিয়ে যায়।বয়সের ছাপ পড়ে চেহারায়। অনেকে এই বলিরেখা ঢাকতে নানা রকম প্রসাধনী ব্যবহার করেন। তারুণ্য বা বয়স ধরে রাখার মূল বিষয় হলো পুরোনো কোষের তুলনায় বেশি করে নতুন কোষ তৈরির সুযোগ দেওয়া। এ ক্ষেত্রে মুখের ত্বকের যত্ন নেওয়া ছাড়াও ভালো হজমপ্রক্রিয়া ও রক্তসঞ্চালন ঠিক রাখা জরুরি। নিয়মিত কিছু ইয়োগার চর্চা করলে ত্বক প্রাকৃতিকভাবেই তরুণ রাখা সম্ভব। চলুন জানা যাক তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে যে যোগাসন-

যেভাবে করবেন: সোজা টানটানভাবে চিত হয়ে শুয়ে পড়ুন। শ্বাস নিতে নিতে প্রথমে দুই পা এবং পরে নিতম্ব, কোমর ও পিঠ এমনভাবে তুলে ফেলুন, যাতে শরীর ওপরের দিকে টানটান হয়ে থাকে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পা এমনভাবে মাথার পেছন দিকে নামান, যাতে পায়ের আঙুল মাথার পেছনে ম্যাট স্পর্শ করে। হাঁটু সোজা থাকবে। হাত দুটি ব্যবহার করে কোমরে সাপোর্ট দিয়ে রাখুন। আসন থেকে ফেরার সময় শ্বাস নিতে নিতে পা ওপরের দিকে টানটান করুন। কোমর থেকে হাত সরিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে পিঠ, তারপর কোমর, নিতম্ব ও পা নামিয়ে ফেলুন।

আরো পড়ুন : মানসিক চাপ মোকাবিলায় উপকারী যেসব পানীয়

সময় : প্রথমবার যাঁরা করবেন, তাঁরা ৩০ সেকেন্ড দিয়ে শুরু করুন। পরে একবারে টানা ২-৩ মিনিট থাকার চেষ্টা করুন। এ আসনের পর অবশ্যই মত্স্যাসন করুন।  

মত্স্যাসন

যেভাবে করবেন: পদ্মাসন বা দণ্ডাসনে বসে চিত হয়ে শুরু পড়ুন। দুই হাতের পাতা দিয়ে ডানে-বাঁয়ে (কানের পাশে) ম্যাটে ভর রেখে দম নিতে নিতে মাথা এমনভাবে পেছনে মুড়িয়ে নিন, যাতে মাথার তালু ম্যাটে স্পর্শ করে। এবার হাত সরিয়ে পদ্মাসনে থাকলে দুই পায়ের বৃদ্ধাঙ্গুল টেনে ধরুন। দণ্ডাসনে থাকলে হাত শরীরের দুই পাশের ম্যাটে রাখুন। আসন থেকে ফেরার সময় অবশ্যই দুই হাত আবার মাথার দুই পাশে রেখে দম ছাড়তে ছাড়তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এরপর শবাসনে বিশ্রাম নিন।

সময়: ৩০ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড। আসনটি একবার করুন।

সতর্কতা: উচ্চ রক্তচাপ ও ঘাড়ে কোনো সমস্যা থাকলে তাদের হলাসন ও মত্স্যাসন করা নিষেধ।

এস/ আই.কে.জে/

যোগাসন তারুণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250