শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

বিজয়ের দিনের সাজপোশাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাত পোহালেই ১৬ই ডিসেম্বর। বাঙালির ইতিহাসের এক গৌরবময় দিন। এ দিন আমরা স্বাধীনতা অর্জন করেছি তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে। শহীদদের স্মরণে এ দিনে থাকে নানান আয়োজন।

বিজয় দিবস উদযাপনে সব বাঙালিই বেছে নেন লাল-সবুজ পোশাক। এ মাসে দেশীয় ফ্যাশন হাউজে লাল-সবুজের বাহারি পোশাকের দেখা মেলে। প্রতি বছরের মতো এ বছরও ফ্যাশন হাউজগুলোতে দেখা মিলেছে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কুর্তি, ফতুয়া, স্কার্টসহ শিশুদের বিজয় পোশাক। বিভিন্ন ডিজাইনের লাল-সবুজের মিশ্রণ প্রতিটি পোশাকেই এনেছে ভিন্ন সৌন্দর্য।

গত এক দশক আগেও বিজয় দিবস নিয়ে এত আনুষ্ঠানিকতা ছিল না। এখন মানুষের সৌখিনতা বেড়েছে। পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাশন হাউজগুলো বেশ রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক তৈরি করছে। আবার অনেকেই নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করে নিচ্ছেন নিজের একদম আলাদা একটি বিজয় দিবস।

বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইনের সালোয়ার-কামিজ, শাড়ি ও পাঞ্জাবি এনেছে। এসব পোশাকে এমব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন কাজ করা হয়েছে। পোশাকে ব্যবহৃত হয়েছে সুতি, তাঁত, সিল্ক, চিকেন ও জামদানি কাপড়।

আরো পড়ুন : শীতের ক্রিম তৈরি হবে বাড়িতেই, কীভাবে জানুন

ডিসেম্বর উপলক্ষে মার্কেটগুলোতে লাল-সবুজের ছোট-বড়দের পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শাড়ি, মাস্ক বিক্রি করছেন বিক্রেতারা। ছোটদেরও আছে বাহারি পোশাক। উৎসবের আমেজে তাদের জন্যও অভিভাবকরা কিনছেন লাল-সবুজ পোশাক। শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের নানা স্লোগান এবং লাল-সবুজ রং। পোশাকে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। করা হয়েছে টাইডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, ক্যাটওয়াক ও স্ক্রিন প্রিন্ট।

বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাকেও একই ধরনের ডিজাইন করা হয়েছে। ডিজাইনের বৈশিষ্ট্য হচ্ছে পতাকার রং। ব্যবহার করা হয়েছে একটু ভারী কাপড়। ফড়িং নতুন ডিজাইনের পোশাক এনেছে বিজয় দিবসে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, হ্যান্ড পেইন্ট, টাইডাই প্রভৃতি।

পোশাকের সঙ্গে তাল মিলিয়ে প্রসাধনীর দোকানগুলোতেও আছে উপচে পড়া ভিড়। দেখা যায়, নারীরা লাল-সবুজ চুড়ি, মালা, কানের দুল, ক্লিপ, ফুল ইত্যাদি কিনতে ব্যস্ত। বিজয় দিবস উদযাপনে সবাই চায় লাল-সবুজে সাজতে।

এস/ আই.কে.জে/ 

সাজপোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন