ছবি : সংগৃহীত
শীতের সময় ত্বকে চাই বাড়তি যত্ন। এ ক্ষেত্রে ক্রিম বা বডি লোশনের বিকল্প নেই। বাজারের ভালো বিউটি পণ্যের দামও বেশ চড়া। তারপরও নকল পণ্যের অভাব নেই বাজারজুড়ে। দাম বেশি নিয়েও অনেকে এসব পণ্য ধরিয়ে দিচ্ছেন। এতে ত্বকের উপকারের থেকে ক্ষতিই হচ্ছে বেশি।
তাই একটু বাড়তি সময় দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বডি লোশন। এতে নকল পণ্যের কোনো ঝুঁকিও থাকে না। কিন্তু এতটাও সহজ নয় এসব পণ্য তৈরি করা। তবে খুব সহজে তৈরি করা যায় এমন ক্রিম তৈরির কৌশল জেনে নিন-
আরো পড়ুন : শীতেও সুন্দর ত্বক চাই, কিন্তু কীভাবে?
ত্বকের জন্য বেশ কার্যকর একটি পরিচিত প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা। এটি দিয়ে বানাতে পারেন ক্রিম। তার জন্য প্রয়োজন হবে এক কাপ অ্যালোভেরা জেল, হাফ কাপ বিসওয়াক্স, হাপ কাপ গ্রেসসিড অয়েল, ভিটামিন ই অয়েল ১ চামচ এবং সবশেষে লাগবে ল্যাভেন্ডার অয়েল ১৫ ফোঁটা। তবে সব উপাদান এক সঙ্গে মিশিয়ে নিলেই হবে না। প্রথমে অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল ও ল্যাভেন্ডার অয়েল এক সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটি বিসওয়াক্সের সঙ্গে মেশাতে হবে। এবার হালকা আঁচে রেখে, উপকরণগুলো মেশাতে থাকুন। তারপর গ্রেপসিড অয়েল দিন। ঠান্ডা হলে একটি কাচের বোতল বা ডিব্বাতে রেখে দিন। প্রয়োজনে লাগাতে পারেন অ্যালোভেরার বডি লোশন।
এস/কেবি