রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের জবাব দিলো ঢাকা *** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে *** গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই *** ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে... *** লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে, যা বললেন অভিনেতা

আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়!

এসএম শামীম

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের আদর্শ, কর্মকাণ্ড ও বৈধতা নিয়ে তীব্র আলোচনা হচ্ছে। এই আলোচনা ঘিরে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান বলছেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং বলপ্রয়োগকারী ও অপরাধমূলক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি দলটির বিরুদ্ধে ভোট জালিয়াতি, বিরোধীদের দমন এবং গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়ের অভিযোগ তোলেন। এছাড়া আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি তুলে ধরে দলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন।

গতকাল সোমবার (১৮ই আগস্ট) গাজী টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটি আজ মঙ্গলবার (১৯ই আগস্ট) সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে। 

আলোচনার সূচনা: আদর্শিক পুনর্গঠনের প্রশ্ন

আলোচনার শুরুতে সঞ্চালক প্রশ্ন তোলেন, ‘বর্তমানে কি আওয়ামী লীগের পক্ষে একটি নতুন আদর্শিক বয়ান তৈরির চেষ্টা চলছে?’ এই প্রেক্ষিতে ড. জাহেদ বলেন, দেশে এখনো একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী—প্রায় ২০ শতাংশ—আওয়ামী লীগের প্রতি সমর্থন রাখে। তবে তিনি মনে করেন, দলটি আদৌ রাজনৈতিক দল হিসেবে কাজ করছে কি না, সেই প্রশ্ন আরও গভীরভাবে বিশ্লেষণযোগ্য।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের সম্ভাবনা

ড. জাহেদ বলেন, ‘শেখ হাসিনাসহ যেসব ব্যক্তি অপরাধ করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে সে বিচারে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎও নির্ধারণ হবে।' তিনি মন্তব্য করেন, দলটি এখনো নিষিদ্ধ নয়, কিন্তু তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগ ‘মানবতা বিরোধী আইনে’ বিচারাধীন হলে দলটির নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আওয়ামী লীগ কি একটি রাজনৈতিক দল?

তিনি প্রশ্ন তোলেন: ‘আওয়ামী লীগ কি আদৌ একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে?’ তার ভাষায়, ‘২০১৮ সালের পর থেকে আওয়ামী লীগের কোনও রাজনৈতিক কার্যকলাপ ছিল না, ছিল কেবল ক্রিমিনাল এবং মাফিয়া নেটওয়ার্কের একটি ক্লাস্টার।’

তিনি অভিযোগ করেন, এই নেটওয়ার্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাবেক সেনা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং ব্যবসায়ীদের একটি শক্তিশালী গোষ্ঠী জড়িত ছিল। তিনি নাম প্রকাশ করে বলেন, ‘সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ ও ডিবির হারুন—তাদের ভূমিকা ছিল স্পষ্টভাবে অপরাধমূলক।’

ভোটাধিকার হরণ ও ফ্যাসিবাদের অভিযোগ

ড. জাহেদ বলেন, ‘আওয়ামী লীগ দিনের ভোট রাতে সিল মেরে জিতেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।’ তিনি আরও যোগ করেন, ‘ফ্যাসিজমও এক ধরনের রাজনীতি, কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের আচরণ ফ্যাসিবাদের বাইরে গেছে—এটা ছিল স্টেট মেশিনারির মাধ্যমে পরিচালিত একটি অপরাধী সাম্রাজ্য।’

গণতন্ত্র ধ্বংসের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা

তিনি আওয়ামী লীগের ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র দুইবার ধ্বংস হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে—প্রথমবার শেখ মুজিবুর রহমানের অধীনে চতুর্থ সংশোধনীর মাধ্যমে, দ্বিতীয়বার শেখ হাসিনার সময়।’

তবে তিনি স্পষ্ট করেন, ‘শেখ মুজিব অন্তত ভণ্ডামি করেননি। তিনি অফিসিয়ালি চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র বিলুপ্ত করেন। শেখ হাসিনার সময় সেটা হয়েছে আদালত, প্রশাসন এবং বাহিনীকে ব্যবহার করে আড়ালে।’

সমর্থকদের প্রতি বার্তা

ড. জাহেদ আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘তাদের বুঝতে হবে, যে দল তারা ভালোবাসেন—সেটা আদৌ গত ৫-৬ বছরে একটি রাজনৈতিক দল হিসেবে ছিল কি না।’ তিনি বলেন, এই আলোচনা সামনে আসবে যখন আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে।

ড. জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250