শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৬০ বছর পর পাকিস্তানে ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডেভিস কাপের বিশ্ব গ্রুপ-আই এর ম্যাচ খেলতে আগে থেকেই পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার কথা ছিল ভারতের। তবে পাকিস্তানে যাতে খেলতে যেতে না হয় তার জন্য বিশ্ব টেনিস সংস্থার কাছে আবেদন করেছিল ভারতীয় টেনিস সংস্থা। তাদের আর্জি ছিল, নিরপেক্ষ দেশে খেলা হোক। সেই আবেদন খারিজ হয়ে যায়।

বেশ কয়েক দিনের জল্পনা-কল্পনা শেষে ডেভিস কাপের ম্যাচ খেলতে মঙ্গলবার (৩০শে জানুযারি) পাকিস্তানে পৌঁছেছে ভারত টেনিস দল। রাজধানী ইসলামাবাদের স্পোর্টস কমপ্লেক্সে ঘাসের কোর্টে আগামী ৩রা ও ৪ঠা ফেব্রুয়ারি গ্রুপ আই-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।



শেষ বার ১৯৬৪ সালে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সেবার ৪-০ জিতেছিল তারা।

সূত্র: দ্য ডন 

এইচআ/ আই. কে. জে/ 

ভারত-পাকিস্তান টেনিস

খবরটি শেয়ার করুন