বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

প্রেমে হাবুডুবুই নয় বিয়েবহির্ভূত সম্পর্কেও রয়েছেন বিজয়-তৃষা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিজয়-তৃষা। দীর্ঘদিন ধরেই অভিনেতা থালাপাতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে দক্ষিণী সিনমোপাড়ায়। গুঞ্জন উঠেছে তাদের প্রেমের সম্পর্কে নিয়ে। এবার জানা গেল, শুধু প্রেম নয়, লিভইন (বিয়েবহির্ভূত সম্পর্ক) করছেন বিজয়-তৃষা।

এক ছাদের নিচেও নাকি বসবাস করছেন তারা। এমন একটি ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেক দিন ধরেই নেটিজেনদের মাঝে এই দুই তারকাকে নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। ২৫শে জুন যেন সেই আলোচনায় সত্যতার আভাস পেলেন নেটিজেনরা।

২৪শে জুন ছিল বিজয়ের জন্মদিন ছিল। বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেন অনুরাগীরা। আর এই জন্মদিনের উদযাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। মূলত সেখানেই ফাঁস হয়ে যায়, প্রেম ছাড়িয়ে আরো গভীরে বাসা বেঁধেছে তাদের সম্পর্ক।

গেল এক বছরে পর্দার বাইরেও তাদের আবিষ্কার করেছেন পাপারাজ্জিরা। কখনও বিমানবন্দরে, কখনও বা বিজয়ের বাড়িতে এক সঙ্গে দেখা গেছে তাদের। আবার কখনও একই অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা। কিন্তু তাদের গোপন প্রেমের আঁচ আগেই পেয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, দুজনের মধ্যে শুধু প্রেম নয়, অন্যকিছু।

আরো পড়ুন: মেসির জন্য সরাসরি মাঠে মেহজাবীন-ফারিণ

২০০৫ সালে ‘গিলি’সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন বিজয়-তৃষা। সেই ছবি ব্লকবাস্টার হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে ২০০৮ সালে জুটি বেঁধে অভিনয় করা বন্ধ করে দেন বিজয়-তৃষা।

কারণ, প্রথম সিনেমার সেই রসায়ন নাকি বাস্তবজীবনেও ছায়া ফেলেছিল বিজয়-তৃষার। তাই বিজয়ের পরিবার তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়ে দেয় অভিনতোর ওপরে।

সে সময় তারাও সবটাই গুজব বলে ঘোষণাও করেন জানান, দুজন শুধুই বন্ধু ছাড়া অন্যকিছু নয়। প্রায় ১৫ বছর পর ফের ‘লিও’ সিনেমায় জুটি বাঁধেন বিজয়-তৃষা। দীর্ঘদিন পর তাদের একফ্রেমে দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরাও।

সূত্র: আনন্দবাজার

এসি/

বিজয়-তৃষা হাবুডুবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250