রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গণিতের সব সমস্যার সমাধান দেবে অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

গণিতের নাম শুনলে অনেকের মাথায় হাত পড়ে যায়, চিন্তার যেন শেষ নেই। তবে আর চিন্তা নেই, সুখবর দিচ্ছে গুগল। সম্প্রতি টেক জায়ান্টটি ফটোম্যাথ নামের একটি নতুন শিক্ষামূলক অ্যাপ্লিকেশনের ঘোষণা করেছে। যা ক্যামেরা দিয়ে তোলা যেকোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান প্রদান করবে। যাতে ব্যবহারকারীরা জটিল থেকে জটিলতর গণিত সহজে বুঝতে পারেন।

মূলত ২০১৪ সালে ফটোম্যাথ অ্যাপটি চালু করা হয়। এরপর ২০২২ সালের মে মাসে এটি অধিগ্রহণ করতে আগ্রহ দেখায় গুগল। তারপর ২০২৩ সালের মার্চ মাসে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনের কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি অধিগ্রহণ করে। বর্তমানে ফটোম্যাথ অ্যাপ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য আরও বেশি অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে।

আরো পড়ুন : ২৫শে মার্চ চন্দ্রগ্রহণ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও

চলুন জেনে নেওয়া যাক ফটোম্যাথ অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন-

প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল প্লে বা আইওএস ডিভাইস অ্যাপ স্টোরে প্রবেশ করুন। এরপর ফটোম্যাথ লিখে অনুসন্ধান করুন এবং অ্যাপটি ডাউনলোড করুন।

এবার অ্যাপ চালু করুন এবং আপনি যে গণিত সমস্যার সমাধান করতে চান তার একটি ছবি তুলুন। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে পুরো সমীকরণটি ফ্রেমের মধ্যে পরিষ্কারভাবে ক্যাপচার হয়েছে কিনা। যদি ব্যবহৃত ডিভাইসে স্ক্যান ফিচার না থাকে, তাহলে সমীকরণটি ম্যানুয়ালি টাইপ করতে পারেন। এর জন্য অ্যাপে একটি ইন-বিল্ট ম্যাথস কী বোর্ড আছে।

গাণিতিক সমস্যাটি স্ক্যান বা টাইপ করার পর ফটোম্যাথ অ্যাপ তা প্রসেসিং করবে। এরপর পর্যায়ক্রমে ব্যাখ্যা প্রদান করে সমাধান দেবে।

এস/ আই. কে. জে/

সমাধান গণিত

খবরটি শেয়ার করুন