শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে *** ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা *** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান

যে কারণে বীজ থেকে চারা গজায় না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শীত মওসুমে বাহারি সবজি ও ফুলের বীজ বপনের ধুম পড়ে যায় চারিদিকে। কিন্তু যে সকল কারণে বীজ থেকে চারা গজায় না; বীজ বপনের আগে ভুলগুলো জানা জরুরি।

এই টিপসগুলো অনুসরণ করলে বীজ থেকে চারা গজানোর সমস্যা আর থাকবে না।

১। বীজ কয়েক বছরের পুরানো হলে বীজ থেকে চারা হওয়ার সম্ভবনা অনেকাংশে কমে যায়। তাই বীজ বপনের আগে বীজের গুনগত মান ঠিক আছে কি না, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

২। গুনগত মানের বীজের জন্য ভালো ব্র্যান্ডের বীজ কিনতে হবে সবসময়, বাজার থেকে খোলা বীজ কিনা যাবে না।

৩। বীজ বপনের আগে পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদগম ভালো হয়, না রাখলে অঙ্কুরোদগম কম হতে পারে। এছাড়া পানিতে ভিজিয়ে রাখার সময় যে বীজগুলো ডুবে যায়, এমন বীজ থেকে চারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আরো পড়ুন: ঝালকাঠির সুস্বাদু আমড়া দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে

৫। বীজ বোনার জন্য পটিং মিক্সার ভালো হওয়া খুব জরুরি (৬০ শতাংশ কোকোপিট, ২০ শতাংশ বালি আর ২০ শতাংশ কমপোস্ট মিশিয়ে গাছের বীজ লাগাতে পারেন)।

৬। বীজ বপনের মাটিগুলো ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে, না হলে বীজ গজাতে সমস্যা হয়।

৭। পটিং মিক্সারের খুব ভিতরে বীজ বপন করা যাবে না, (প্রথমে টব ৮০ শতাংশ ভরে নিন, তারপর বীজ বপন করে বীজের উপর ২০ শতাংশ পটিং মিক্সার দিন)।

৮। বীজ বোনার পর স্প্রে বোতল দিয়ে পানি দিতে হবে সকাল কিংবা বিকালে। লক্ষ্য রাখতে হবে মাটি যেন কখনও শুকিয়ে না যায়, আবার সবসময় ভেজাভেজা না থাকে।

৯। এ ছাড়া আরও লক্ষ্য রাখতে হবে সূর্যের আলো সরাসরি যেন না পড়ে। এমন জায়গায় রাখুন যেখানে আলো আর বাতাস ভালো চলাচল করে। চারার বয়স ১৫ থেকে ২০ দিন হলে তাতে খুব হালকা করে গুলে সার দিতে পারেন। অন্তত ১০ থেকে ১২টি পাতা বের হলেই তা বড় টবে প্রতিস্থাপন করুন।

এসি/কেবি 


বীজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250