বুধবার, ২রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের প্রসঙ্গে যা বলা হয়েছে *** নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধ নিয়ে যা বলছে সরকার *** সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া *** শুল্ক নিয়ে কাল কী ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প *** চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে যা হচ্ছে ভারতে *** তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর *** প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন *** অধ্যাপক ইউনূসকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা *** দেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা *** এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির!

যে কারণে বীজ থেকে চারা গজায় না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শীত মওসুমে বাহারি সবজি ও ফুলের বীজ বপনের ধুম পড়ে যায় চারিদিকে। কিন্তু যে সকল কারণে বীজ থেকে চারা গজায় না; বীজ বপনের আগে ভুলগুলো জানা জরুরি।

এই টিপসগুলো অনুসরণ করলে বীজ থেকে চারা গজানোর সমস্যা আর থাকবে না।

১। বীজ কয়েক বছরের পুরানো হলে বীজ থেকে চারা হওয়ার সম্ভবনা অনেকাংশে কমে যায়। তাই বীজ বপনের আগে বীজের গুনগত মান ঠিক আছে কি না, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

২। গুনগত মানের বীজের জন্য ভালো ব্র্যান্ডের বীজ কিনতে হবে সবসময়, বাজার থেকে খোলা বীজ কিনা যাবে না।

৩। বীজ বপনের আগে পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদগম ভালো হয়, না রাখলে অঙ্কুরোদগম কম হতে পারে। এছাড়া পানিতে ভিজিয়ে রাখার সময় যে বীজগুলো ডুবে যায়, এমন বীজ থেকে চারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আরো পড়ুন: ঝালকাঠির সুস্বাদু আমড়া দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে

৫। বীজ বোনার জন্য পটিং মিক্সার ভালো হওয়া খুব জরুরি (৬০ শতাংশ কোকোপিট, ২০ শতাংশ বালি আর ২০ শতাংশ কমপোস্ট মিশিয়ে গাছের বীজ লাগাতে পারেন)।

৬। বীজ বপনের মাটিগুলো ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে, না হলে বীজ গজাতে সমস্যা হয়।

৭। পটিং মিক্সারের খুব ভিতরে বীজ বপন করা যাবে না, (প্রথমে টব ৮০ শতাংশ ভরে নিন, তারপর বীজ বপন করে বীজের উপর ২০ শতাংশ পটিং মিক্সার দিন)।

৮। বীজ বোনার পর স্প্রে বোতল দিয়ে পানি দিতে হবে সকাল কিংবা বিকালে। লক্ষ্য রাখতে হবে মাটি যেন কখনও শুকিয়ে না যায়, আবার সবসময় ভেজাভেজা না থাকে।

৯। এ ছাড়া আরও লক্ষ্য রাখতে হবে সূর্যের আলো সরাসরি যেন না পড়ে। এমন জায়গায় রাখুন যেখানে আলো আর বাতাস ভালো চলাচল করে। চারার বয়স ১৫ থেকে ২০ দিন হলে তাতে খুব হালকা করে গুলে সার দিতে পারেন। অন্তত ১০ থেকে ১২টি পাতা বের হলেই তা বড় টবে প্রতিস্থাপন করুন।

এসি/কেবি 


বীজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন