রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি নেবে প্যানেল আইনজীবী

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ (এনপিসিবিএল) প্যানেল আইনজীবী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের এনপিসিবিএলের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রার্থীর যোগ্যতা

আবেদনকারী আইনজীবীকে বাংলাদেশি নাগরিক এবং ঢাকায় বসবাসকারী হতে হবে। অ্যাডভোকেট হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হাইকোর্ট বিভাগে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা, ৩০টি মামলা এককভাবে এবং কমপক্ষে ৫০টি মামলা যৌথভাবে পরিচালনা ও নিষ্পত্তির অভিজ্ঞতা থাকতে হবে।

তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, যিনি বর্তমানে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন, তিনিও আবেদন করতে পারবেন। আপিল বিভাগে এনরোলম্যান্ট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিজস্ব মালিকানায় ভাড়াকৃত মানসম্পন্ন চেম্বার এবং ন্যূনতম একজন সহযোগী আইনজীবী, একজন অ্যাডভোকেট ক্লার্ক ও একজন সহযোগী কর্মচারী থাকতে হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চেম্বার থাকলে অগ্রাধিকার দেওয়া হবে;

সুযোগ-সুবিধা

এনপিসিবিএলের প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মেয়াদ হবে দুই বছর। প্যানেল আইনজীবী নিয়োগ থাকাকালীন কোনো প্রকার মাসিক বেতন-ভাতা বা সম্মানী দেওয়া হবে না। এনপিসিবিএলের মামলা পরিচালনা অথবা প্রতিদ্বন্দ্বিতার দায়িত্ব পালন এবং আইনসংক্রান্ত অন্যান্য সেবা প্রদানের জন্য এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত হারে ফি প্রদান করা হবে; ফির বিদ্যমান হার ও শর্ত–সম্পর্কিত অফিস আদেশ এনপিসিবিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে;

আবেদন পদ্ধতি

আগ্রহী আইনজীবীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এনপিসিবিএলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের স্বাক্ষরিত ও সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পেশাগত সনদ, হালনাগাদ বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ, অভিজ্ঞতাসহ সব সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল কপি দেখাতে হবে;

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবিএল, ই-১৩/ডি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৮ম তলা), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমা: আগামী ২২শে জুলাই ২০২৫;

আরএইচ/

এনপিসিবিএল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আইনজীবী নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250