বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুজ কারা, তাদের রক্ষায় কেন সিরিয়ায় বোমা ফেলছে ইসরায়েল *** সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা *** জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও গ্রেপ্তার হতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা *** যৌনকাজ করে বৌদ্ধ সন্ন্যাসীদের ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ থাই নারী গ্রেপ্তার *** গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না পুলিশ, আইজিপির দাবি *** গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি *** গোপালগঞ্জে সংঘর্ষের সবশেষ খবরে যা জানা গেছে *** ‘জুলাই শহীদ দিবস’ পালিত *** গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীরা পার পাবেন না: অন্তর্বর্তী সরকার *** বাংলাদেশ-ভারতকে বিবেচনা করে অলিম্পিকে ক্রিকেটের সূচি

সহায়তা চেয়ে পুতিনকে খামেনির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি (সংগৃহীত)

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কাছ থেকে সরাসরি সহায়তা চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, এ চিঠি পৌঁছে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার (২৩শে জুন) মস্কো গেছেন এবং ক্রেমলিনে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।

এ কূটনৈতিক তৎপরতার পেছনে রয়েছে গত শনিবার (২১শে জুন) ইরানের ওপর আমেরিকার নজিরবিহীন হামলা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের বিরুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের আভাস দিয়েছেন। এ ঘোষণাকে রাশিয়া খুবই উদ্বেগের চোখে দেখছে। কারণ, এটি শুধু ইরান নয়, সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে।

রয়টার্সের সঙ্গে কথা বলা এক শীর্ষ সূত্র জানায়, খামেনির পাঠানো চিঠিতে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন চাওয়া হয়েছে। ইরান মনে করছে, আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয়।

যদিও মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সঙ্গে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার মধ্যে রাশিয়া এখন নতুন করে মধ্যপ্রাচ্যেও প্রভাব বিস্তার করতে চাইছে। এ প্রেক্ষাপটে ইরানকে নিয়ে রাশিয়ার কৌশলগত হিসাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ইরান সরাসরি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, সামরিক ও কূটনৈতিক সহায়তা—উভয়ই রাশিয়ার কাছ থেকে প্রত্যাশা করছে তেহরান। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ বিরূপ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

ভ্লাদিমির পুতিন আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন