বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এক ঘণ্টা বন্ধের পর চালু হলো মেট্রোরেল সার্ভিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস। 

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে চালু হয় মেট্রোরেল। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রোরেল সার্ভিস শুরু হয়েছে।

আরও পড়ুন: ফুল নিয়ে ওঠা যাবে না মেট্রোরেলে

এর আগে রাজধানীর কাজীপাড়ায় তারে ঘুড়ি আটকে যাওয়ায় দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের সার্ভিস। 

উল্লেখ্য, কিছুদিন আগেও হঠাৎ মেট্রোরেলের যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছিল। মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণে দুই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

এসকে/ 

রাজধানী মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন