রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের ছবি ভাইরাল, যা বললেন অভিনেতা শরিফুল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনে অভিনয় করার মাধ্যমে সবার কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন খুদে অভিনেতা শরিফুল। এরপর পরিচিতি বেড়ে যাওয়ায় কাজ পেতে শুরু করে ছোট পর্দা, বড় পর্দা এবং বিজ্ঞাপনচিত্রে। বর্তমানে নতুন নতুন নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। ঠিক এমন সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো এই অভিনেতার একটি ছবি।

সেখানে বরের বেশে দেখা গেছে খুদে অভিনেতা শরিফুলকে। এরপরই গুঞ্জন ওঠে বিয়ে করেছে শরিফুল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।

সংবাদমাধ্যমকে তিনি জানান, এটি অনেক আগের ‘বিয়ান আমার ক্রাশ’ নামের নাটকের শুটিংয়ের একটি ছবি। তার ভাষ্য, আমিও দেখছি কয়েক দিন যাবৎ ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে। আমি দর্শকদের বলব, আমি এখনো অনেক ছোট, এখন কাজ নিয়েই আছি। বিয়ে আরো অনেক পরের কথা।

আরো পড়ুন: অতীতের দিকে আর ফিরে তাকাতে চান না সামান্থা

শরিফুলের বাড়ি গাজিপুর। তার বাবা একজন মুদি দোকানদার। বাবার দোকানে সবসময় বসে থাকত শরিফুল। কেউ চা-বিস্কুট চাইলে দেওয়ার কাজ করত। বাবার দোকানে ও দোকানের আশপাশে প্রায়ই শুটিং হতো। কখনো শুটিংয়ে আসা শিল্পী, কলাকুশলীদের চা-বিস্কুট পৌঁছে দিত শরিফুল আর লুকিয়ে দেখত শুটিং। সেখান থেকেই নজরে আসে নির্মাতাদের।

গিয়াস উদ্দিন সেলিমের নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় তার। এরপর বিজ্ঞাপন, নাটক, সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে শরিফুল।

এসি/


ভাইরাল শরিফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন