সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রচন্ড গরমে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকবে তিনদিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রচণ্ড খরতাপে জ্বলছে সারা দেশ। টানা তাপপ্রবাহে ওষ্ঠাগত জনজীবন। দেশজুড়ে এই হাঁসফাঁস অবস্থাতেই বিভিন্ন স্থানে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 

শুক্রবার (১৯শে এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কয়েক দিন ধরে সারা দেশেই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই অবশ্য শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এসময় কুমিল্লাতেও সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামীকাল শনিবার (২০শে এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট এবং এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অব্যাহত থাকতে পারে। এসময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সারা দেশে শুক্রবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া এদিন রাত থেকে সোমবার (২২শে এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এইচআ/ আই.কে.জে/


তাপমাত্রা বজ্রসহ বৃষ্টি

খবরটি শেয়ার করুন