শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রুনা লায়লার সঙ্গে ‘বাংলাদেশ’ শিরোনামে গাইবে ১০০ শিশু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী ২৭শে মার্চ সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে একটি গানে কণ্ঠ মেলাবে প্রায় একশ শিশু। এমন তথ্য জানিয়েছে শিশু একাডেমি কর্তৃপক্ষ। গানটির শিরোনাম ‘বাংলাদেশ বাংলাদেশ’। এটি লিখেছেন ছড়াকার, শিশু সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর ও সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু।

শিশুদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শিশুদের নিয়ে ‘বাংলাদেশ’ শিরোনামে একটি গান গাইবেন উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মেলাবে ১০০ শিশু।

আরো পড়ুন: চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি : ইমরান হাশমি

রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা “বাংলাদেশ” গানটির কথা ও সুর দুটিই আমার ভালো লেগেছে। এটা একটু ভিন্ন রকম গান হয়েছে। এ ধরনের দেশাত্মবোধক গান এর আগে আমার গাওয়া হয়নি। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি গাইব, এটাও আমার জন্য অনেক আনন্দের। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমিকে। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।

আনজীর লিটন বলেন, সংগীতশিল্পী রুনা লায়লা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে গান করেছেন, এটা শিশুদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার জন্যও বড় প্রাপ্তি, তিনি আমার লেখা গান গেয়েছেন। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এসি/ আই. কে. জে/

রুনা লায়লা ‘বাংলাদেশ’

খবরটি শেয়ার করুন