রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওজন কমাবে জিরা চা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন যারা ওজন কমানোর জন্য নানান চেষ্টা করছেন, তারা একবার জিরা চা পান করে দেখতে পারেন। এটা শুধু ওজন কমানোই নয় আপনার হজমশক্তিও উন্নত করবে।

বিশেষজ্ঞরা বলেন, শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ ধীরে ধীরে হজম ক্ষমতা কমিয়ে দেয়। জিরা চা সেই বিষ শরীর থেকে বের করে দেয়। এতে স্বাভাবিকভাবেই ওজন কমে।  

আরো পড়ুন : নিয়মিত ব্যায়াম করলে সুস্থ থাকবেন হার্টের রোগীরা

যেভাবে তৈরি করবেন 

পানি ২ কাপ, আস্ত জিরা ১ টেবিল চামচ, মধু আধা চা চামচ (ইচ্ছা)।

প্রথমে একটি পাত্রে জিরা হালকা গরম করে নিন। এবার এতে পানি দিয়ে ফুটান। পানি কমে এলে চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর নামিয়ে চা ছেঁকে নিন। স্বাদ বাড়াতে সামান্য মধু যোগ করতে পারেন তবে চিনি নয়।

প্রতিদিন সকালে যে চা আমরা নিয়মিত পান করি, তার পরিবর্তে এই জিরা চা হতে পারে ওজন কমানোর সঙ্গী। 

এস/কেবি

ওজন জিরা চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন