ছবি: সংগৃহীত
ডয়েচে ভেলের পর এবার বিবিসির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমটিরই শতাধিক কর্মী এ অভিযোগ তুলেছেন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি চিঠি লিখে বিবিসিকে এসব অভিযোগের ব্যাপারে জানিয়েছেন সংবাদমাধ্যমটির ১০৭ সাংবাদিকসহ আরও তিন শ' গণমাধ্যমকর্মী। যদিও বিবিসির কর্মীরা সবাই পরিচয় গোপন রেখেছেন, তবু এ চিঠি বেশ আলোড়ন তৈরি করেছে।
সম্প্রতি ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ নামের একটি প্রামাণ্যচিত্র না প্রচারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এ সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অ্যাজেন্ডা পরিচালিত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন তারা। তাদের ভাষ্যমতে, গাজা সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে বিবিসির ফিলিস্তিনবিরোধী অবস্থান বেশ স্পষ্ট।
গাজা-ইসরায়েল সংঘাতে ব্রিটিশ সরকারের অবস্থান, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং আইনি দায়িত্ব সম্পর্কে কোনো গভীর বিশ্লেষণ করতে বিবিসি চূড়ান্তভাবে ব্যর্থ বলেও অভিযোগ তুলছেন তারা।
ওই চিঠিতে তারা লিখেছেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যেসব প্রতিবেদন বিবিসি প্রকাশ করেছে তা বিবিসির সম্পাদকীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। গাজা ও পশ্চিম তীর ইস্যুতে বিবিসির কভারেজ এবং অন্যান্য বিশ্বাসযোগ্য উৎসের কভারেজে বিস্তর ফারাক। এ তফাৎ এখন দর্শক-শ্রোতাদের কাছেও স্পষ্ট।’
খবরটি শেয়ার করুন