বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

অবসরেও ব্যস্ত ববিতা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনুপস্থিত তিনি। মনের মতো গল্প না পাওয়ায় নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না এ নন্দিত অভিনেত্রী। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার। ভালো গল্প ও চরিত্র পেলে আবারও ফিরতে চান রুপালি পর্দায়।

বর্তমানে রাজধানীর গুলশানে নিজের বাসাতেই সময় কাটছে এ নায়িকার। প্রতিদিন কানাডায় থাকা একমাত্র ছেলে অনিকের সঙ্গে কথা বলে, ঘরের নানা কাজ করে, টিভি দেখে, দেশ-বিদেশের সিনেমা দেখে সময় কাটে ববিতার। বলতে গেলে অবসর সময় পার করছেন তিনি। এরপরও অবসরে রয়েছে তার বেশ ব্যস্ততা।

ঘর গোছানো, ছেলে ও বোনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার পাশাপাশি আরও কিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে তার। মাঝে মাঝে পুরোনো দিনের অনেক স্মৃতিই মনের ভেতর উঁকি দেয়। সেসব স্মৃতি রোমন্থন করে করেই কখনো আবেগে ভাসেন এবং হাসেন। ক’দিন পরই কোরবানির ঈদ। এ নিয়েও রয়েছে ববিতার ব্যস্ততা।

ববিতা বলেন, ‘সত্যি বলতে কী সিনেমাতে অভিনয় করছি না বলেই যে একেবারেই অবসর আমার এমনটা নয়। নিজের ঘরবাড়ি নিয়েও আমার ব্যস্ত সময় কাটে। এ ছাড়া সুচন্দা আপা, চম্পা ও তাদের সন্তানদের ঘিরেও আমার প্রায়ই অনেক সময় কাটে। কখনো কখনো তারা সবাই আমার বাসায় চলে আসেন। আবার কখনো কখনো আমিও তাদের সঙ্গে সময় কাটাতে যাই।

নিজেরা নিজেরাই গল্পে আড্ডায় মেতে উঠি। দারুণ সময় কাটে। আবার ঘরের নানা কাজ শেষে আমি টিভি দেখি, দেশ-বিদেশের খবর রাখি। নিয়ম করে অনিকের (ছেলে) সঙ্গে কথা তো হয়। এরপরও যখন একদমই একা থাকি, তখন আসলে ফেলে আসা দিনের অনেক স্মৃতি মনে পড়ে। মনে পড়ে ছোটবেলার কথা, বাবা-মায়ের কথা।’ 

তিনি আরও বলেন, ‘কী চমৎকার পরিপাটি একটা সুন্দর পরিবার ছিল আমাদের। সময়ের ধারাবাহিকতায় আমাদের ভাইবোনদের আলাদা পরিবার হয়েছে। যে যার মতো ব্যস্ত থাকলেও আমাদের মধ্যে যোগাযোগটা নিয়মিত আছে। অবসর সময়ে আমার চলচ্চিত্রজীবনের কথা মনে পড়ে। মনে পড়ে শ্রদ্ধেয় জহির রায়হান ভাই, রাজ্জাক ভাই, ফারুক ভাই, বুলবুল ভাইসহ অনেক সহশিল্পী ও নির্মাতার কথা।’

তিনি বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে, এ দেশের প্রতিথযশা গুণী চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এমনকি অস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতেও কাজ করার সুযোগ পেয়েছি। একজন নায়িকা হিসেবে জীবনজুড়ে আমার যে প্রাপ্তি, তাতে ভীষণ সন্তুষ্ট আমি। আমি কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে।’

উল্লেখ্য, ববিতা সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ‘আজীবন সম্মাননা’তেও ভূষিত হয়েছেন।

এইচ.এস/

ববিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250