সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। 

মঙ্গলবার (১৯শে মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ।

আরো পড়ুন: রাজধানীর ৮০ টাকার বেগুন বগুড়ায় আড়াই টাকা!

কোস্টগার্ডসূত্রে জানা গেছে, উপজেলার লঞ্চ ঘাট, নিশানবাড়িয়া ঘাট, নীলিমা পয়েন্ট, সুনবুনিয়া, কালমেঘা ও কাকচিড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত ৫ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা এ জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা।

মিডিয়া কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মেরিন ফিশারী অফিসারের উপস্থিতিতে জব্দ করা বিপুল নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এইচআ/ আই. কে. জে/  

জব্দ কারেন্ট জাল

খবরটি শেয়ার করুন