ছবি: সংগৃহীত
হলিউডের ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘কনজ্যুরিং’। এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। সবশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিলো ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। প্রায় চার বছর পর এবার পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’।
আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে হরর ঘরানার এ সিনেমা। দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস সিনেমাটি ১৯৮৬ সালের স্মার্ল পরিবারে ঘটে যাওয়া অতিলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত।
ধারণা করা হচ্ছে, আগের ধারাবাহিকতায় এটিও এ ফ্র্যাঞ্চাইজির আরও একটি সফল সিনেমা হতে চলেছে। হরর এ সিনেমা পরিচালনা করেছেন মাইকেল শ্যাভস। শ্যাভস আগের পর্ব থেকে পরিচালক হিসেবে কনজ্যুরিংয়ে ফিরেছেন এবং জেমস ওয়ান ও পিটার সাফরান ফিরেছেন প্রযোজক হিসেবে।
২০২১ সালের জুনে ‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ মুক্তির আগে এম্পায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য কনজ্যুরিং’ সিরিজের ভবিষ্যতের কিস্তির সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করে পরিচালক মাইকেল শ্যাভস বলেন, ‘আশা করি, সিনেমাটি আবারও দর্শকদের ভয় দেখিয়ে চমকে দেবে। এবারের সিনেমায় একটি দারুণ সমাপ্তি টানা হবে।’
দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা, যারা প্যারানরমাল তদন্তকারী ও লেখক। অভিনয় করেছেন টমলিনসন, বেন হার্ডিসহ অনেকে।
জে.এস/
খবরটি শেয়ার করুন