বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন *** খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইজিপি ও ডিএমপির কমিশনার *** আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে *** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি

চিরকুমার আরমানির ১০ বিলিয়ন ডলারের ফ্যাশন সাম্রাজ্য এখন কার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

আধুনিক পোশাকের ধারা বদলে দেওয়া বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি ছিলেন কিংবদন্তি ডিজাইনার। তিনি শুধু ফ্যাশন আইকন নন, গড়ে তুলেছিলেন বৈশ্বিক লাইফস্টাইল সাম্রাজ্য। ছবি: সংগৃহীত

ইতালির মিলান শহরের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি ৯১ বছর বয়সে মারা গেছেন। আধুনিক পোশাকের ধারা বদলে দেওয়া এই কিংবদন্তি ডিজাইনার শুধু ফ্যাশন আইকনই ছিলেন না, বরং তিনি গড়ে তুলেছিলেন একটি বৈশ্বিক লাইফস্টাইল সাম্রাজ্য—যা হাউট কুতুর রানওয়ে থেকে পারফিউম, হোটেল এবং হোম ইন্টেরিয়র পর্যন্ত বিস্তৃত। বর্তমানে তার সাম্রাজ্যের মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন হলো—এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হবেন কে? খবর এনডিটিভির।

জর্জিও আরমানি কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তান নেই। পরিবারের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার ভাই সেরগিওর মেয়ে রবার্তার সঙ্গে। রবার্তা একসময় অভিনয় ক্যারিয়ার ছেড়ে চাচার সঙ্গে ফ্যাশনে যুক্ত হন এবং দীর্ঘদিন ধরে আরমানির জনসংযোগ বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। তিনি ব্র্যান্ড ও হলিউডের মধ্যে সেতুবন্ধন। ২০০৬ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিয়ের আয়োজন তিনি নিজে করেছিলেন, যেখানে বর-কনের পোশাক ডিজাইন করেছিলেন আরমানি নিজেই।

যদিও রবার্তা ছিলেন পরিবারের দৃশ্যমান মুখ, আরমানি উত্তরাধিকার কেবল একজনের হাতে তুলে দিতে চাননি। দীর্ঘদিনের পুরুষ পোশাকের ডিজাইনার পান্তালেও (লিও) ডেল’অরকো এবং তার ভাতিজি সিলভানা আরমানিকে (নারী পোশাক বিভাগের প্রধান) উত্তরসূরি হিসেবে মনোনীত করেন তিনি। তারা দুজন বহু বছর ধরে জর্জিও আরমানি, এম্পোরিও আরমানি এবং আরমানি এক্সচেঞ্জের সংগ্রহের দেখভাল করে আসছেন।

২০১৬ সালে আরমানি গোপনে তৈরি করেন ‘জর্জিও আরমানি ফাউন্ডেশন’। এর লক্ষ্য ছিল তার সাম্রাজ্য যেন দ্রুত ভেঙে না যায় বা বিক্রি না হয়ে যায়। নির্দিষ্ট ভোটাধিকারের ভিত্তিতে গ্রুপের শেয়ার ছয়টি ব্লকে ভাগ করা হয়েছে। উত্তরসূরিদের—রোসানা, রবার্তা, সিলভানা, আন্দ্রেয়া ও লিও ডেল’অরকো—আগেই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়। কোম্পানির স্বাতন্ত্র্য ও পরিচিতি রক্ষায় নিয়ন্ত্রণকারী ভূমিকা পালন করবে ফাউন্ডেশন। আরেকটি শর্ত রাখা হয়েছে—আরমানির মৃত্যুর কমপক্ষে পাঁচ বছর পর পর্যন্ত কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা যাবে না।

জীবনের শেষ দিনগুলো পর্যন্ত আরমানি তার সাম্রাজ্যের প্রতিটি খুঁটিনাটি নিয়ন্ত্রণে রেখেছিলেন—ডিজাইন থেকে শুরু করে বিজ্ঞাপন অনুমোদন পর্যন্ত। তবে তিনি যে উত্তরাধিকার ও ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছিলেন, তাতে একটি বার্তা স্পষ্ট—তিনি চেয়েছিলেন আরমানি ব্র্যান্ড চিরকালই থাকুক সৌন্দর্য, সংযম ও ইতালীয় কারিগরির প্রতীক হিসেবে।

এখন তার ১০ বিলিয়ন ডলারের সাম্রাজ্য পরিবারের সদস্য ও বিশ্বস্ত সহযোগীদের হাতে। তাদের দায়িত্ব শুধু ব্যবসা চালানো নয়, বরং ফ্যাশন দুনিয়ার অন্যতম স্থায়ী এই নামের মর্যাদা ধরে রাখা।

জে.এস/

ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250