সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোনটিতে ভরসা রাখবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৈশাখের শুরু থেকে সীমাহীন গরমে এসি কেনার ঝোঁক প্রবলভাবে বেড়েছে। ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের এসি কেনেন অনেকেই। তবে বেশি গরম পড়ায় এসি কিনতে গিয়ে ইদানীং ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির কথা শোনা যাচ্ছে। তাই ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোনটিতে ভরসা রাখবেন?

এসির এই দুটি ধরনের মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ কমানো যাবে বা ইনভার্টার এসি আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী চলুন আজ জেনে নেওয়া যাক।

আরো পড়ুন : ছবি দেখে ঘোড়ার রোগ শনাক্ত করছে এআই!

একটি ইনভার্টার এসির কম্প্রেসর মোটরটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠান্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।

এছাড়াও এক ইউনিটে পৌঁছানোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে ডিসি পাওয়ারকে এসিতে রূপান্তরিত করে। যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই সামগ্রিকভাবে এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে।

নন-ইনভার্টার এসির কম্প্রেসর নির্দিষ্ট গতি মেনে চলে। কম্প্রেসর চালু থাকলে ঘরের ভিতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়। ফের ঘর গরম হলে সেটি ফের চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে।

এসি কিনতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তবে ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি।

এস/ আই.কে.জে/


ইনভার্টার নন-ইনভার্টার

খবরটি শেয়ার করুন