ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক করণ জোহর প্রেমে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এখনও সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন করণ; তার না আছে স্ত্রী, না আছে প্রেমিকা! এবার তার জীবনে আসছে কোনো সঙ্গী। এমনটিই ভেবেছিলেন শুভাকাঙ্ক্ষীরা।
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে করণ লেখেন, আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। শুধু তাই নয়, আবার বিভিন্ন বিলও নাকি মিটিয়ে দেয়! তবে কে সেই করণের প্রেমিকা?
আরও পড়ুন: একজন ‘যৌনকর্মী’ রুনা খান, যা বললেন চরিত্র নিয়ে
করণ জোহর জানান, তিনি বেশ কিছুদিন যাবৎ ‘ইনস্টাগ্রাম’-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি লেখেন, ‘আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। আমি যাতে নিজের স্বপ্ন সফল করতে উদ্যত হই, সেই দিকে নজর রাখে। কখনও আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভালো না বেসে পারা যায়?’
করণের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে অবশ্য কিছুটা হতাশ হন তার অনুরাগীরা।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন