ছবি: সংগৃহীত
পাকিস্তানে বিনা প্ররোচনায় গত মঙ্গলবার (৬ই মে) মধ্যরাতের পর ভারতের হামলা চালানোর জবাবে আজ শনিবার (১০ই মে) দেশটির বিরুদ্ধে ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে। খবর জিও টিভির।
পাকিস্তানের এ পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে, আজ ভোরে তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।
ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে গত মঙ্গলবার পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। এরপর দু’দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে আজ ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’ নামে নতুন মাত্রায় সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর আগে ইসলামাবাদ ভারতের হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল।
পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ ‘বুনইয়ান–উন–মারসুস’ করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। এর অর্থ ‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। এ অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান তার মাটিতে ভারতের হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
উল্লেখ্য, ভারত মঙ্গলবার পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে যে হামলা চালিয়েছে, তারই পাল্টা হিসেবে ইসলামাবাদ আজ এ অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুতাগার ও কয়েকটি বিমানঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তান বলেছে, তাদের এ সামরিক অভিযান শুরুর আগে ভারত তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরের বিয়াস এলাকায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি মজুতাগার হামলার লক্ষ্যবস্তু করা হয়। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটি ও ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমানঘাঁটিতেও চালানো হয় হামলা।
এইচ.এস/