শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাধারণ যাত্রীদের সঙ্গে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। 

দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ৭টায় ট্রেনে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন ওয়াসিকা আয়শা খান।

জানা যায়, ট্রেন ভ্রমণের ফাঁকে অফিসের গুরুত্বপূর্ণ কাজও সারেন ওপ্রতিমন্ত্রী। সাধারণ যাত্রীরা মন্ত্রীকে রেলে দেখে অবাক হন। অর্থ প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও দীর্ঘ ভ্রমণে রেলে চড়ায় যাত্রীদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। প্রতিমন্ত্রীও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার আবদার মেটান। তিনদিনের সরকারি সফরে চট্টগ্রাম এসেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

তার আগমন উপলক্ষে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন: সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান

ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। ওনার বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

এসকে/ 

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250